সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৮, ২০১৮

ফেব্রুয়ারিতে সংস্কৃত গবেষণা কেন্দ্র নবদ্বীপে

ফেব্রুয়ারিতে সংস্কৃত গবেষণা কেন্দ্র নবদ্বীপে

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ নবদ্বীপের সংস্কৃত চর্চা এবং গবেষণা কেন্দ্রের উদ্বোধন আগামী ফেব্রুয়ারি মাসে হবে। প্রসঙ্গত, ছ’তলা এই ভবনের সামনের দিকের নকশাও করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই কেন্দ্রের উদ্বোধনও করবেন তিনিই।

সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এই কেন্দ্রের ভবন তৈরীর কাজ শেষ। ছ’তলা এই বাড়ির সামনের নকশা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় ২৫ ফেব্রুয়ারি। তাই ২৫ ফেব্রুয়ারি এই কেন্দ্রের উদ্বোধনের পরিকল্পনা তাঁরা করছেন। এখানে ভারততত্ত্ব এবং সংস্কৃতের গবেষণার কেন্দ্র থাকবে। থাকবে গ্রন্থাগারও।

উপাচার্য জানালেন, মুখ্যমন্ত্রী চাইছেন নবদ্বীপ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠুক। তাই এই ভবনে নবদ্বীপের উপর একটি সংগ্রহশালা গড়ে তোলারও পরিকল্পনা তাঁদের রয়েছে।

প্রসঙ্গত, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, নবদ্বীপ, মেদিনীপুর, কোচবিহার – রাজ্যের এই চারটি টোল সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। নবদ্বীপে এই সংস্কৃত চর্চা এবং গবেষণা কেন্দ্রের উদ্বোধন হলে এই চার টোলেরও কাজকর্ম পরিচালনার দায়িত্বে থাকবে ওই কেন্দ্র। শুধু টোল হিসেবে নয় ধীরে ধীরে এই চারটি টোলকেই প্রাচ্য চর্চা কেন্দ্রে হিসেবে গড়ে তোলা হবে।

উপাচার্য জানালেন, এটিই হবে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস। তৃতীয় ক্যাম্পাস তৈরী হবে রাজারহাটে। যার জন্য রাজ্য সরকার জমি দিয়েছে ইতিমধ্যেই।