সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৮, ২০১৮

ট্র্যাফিক জরিমানা ছাড়ে সাড়া দিল শহরবাসী, মাত্র ১৯ দিনে ১০ কোটি আদায়

ট্র্যাফিক জরিমানা ছাড়ে সাড়া দিল শহরবাসী, মাত্র ১৯ দিনে ১০ কোটি আদায়

১৯ দিনে ১০ কোটি টাকা ট্র্যাফিক জরিমানা আদায় করে নজির গড়ল কলকাতা পুলিশ। এর আগে এত কম সময়ে এত বেশি পরিমাণ জরিমানা আদায় করতে পারেনি পুলিশ। গত পয়লা ডিসেম্বর থেকে একটি বিশেষ প্রকল্প চালু করার পরেই জরিমানার টাকা দিতে আগ্রহ দেখাচ্ছেন গাড়ির মালিকেরা।

এ বছরের ১৫ নভেম্বর পর্যন্ত যাঁদের জরিমানা বকেয়া রয়েছে, তাঁদের কাছ থেকে ১লা ডিসেম্বর থেকে ১৪ই জানুয়ারি পর্যন্ত বকেয়া জরিমানার উপরে মাত্র ৩৫ শতাংশ টাকা নেবে কলকাতা পুলিশ। অর্থাৎ আপনার জরিমানা যদি এক হাজার টাকা হয়, তা হলে আপনাকে দিতে হবে মাত্র ৩৫০ টাকা।

এর পর ১৫ই জানুয়ারি থেকে ১৩ই ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে দ্বিতীয় সুযোগ। এই সময়ে আপনাকে জরিমানার উপরে অর্ধেক টাকা দিতে হবে। অর্থাৎ, এক হাজার টাকা জরিমানা হলে আপনাকে দিতে হবে মাত্র ৫০০ টাকা।

মোট ৭৫ দিনের জন্যে এই বিশেষ সুযোগ থাকছে। বুধবার কলকাতার পুলিশ কমিশনার বলেন, “জরিমানার টাকা দিতে উৎসাহ দেখাছেন শহরবাসী। নাগরিকদের কথা চিন্তা করেই ‘ওয়ান টাইম ট্রাফিক ফাইন সেটেলমেন্ট স্কিম’ চালু করা হয়েছে।”

এই ১৯ দিনে ২৮ লক্ষ ট্রাফিকের মামলার নিষ্পত্তি হয়েছে।