সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৫, ২০১৮

শহরজুড়ে পুষ্প প্রদর্শনী করবে কলকাতা পুরসভা

শহরজুড়ে পুষ্প প্রদর্শনী করবে কলকাতা পুরসভা

শীতের শুরুতেই শহর জুড়ে পুষ্প প্রদর্শনী করবে কলকাতা পুরসভা। পাশাপাশি, পুরসভার বিভিন্ন নার্সারিতে মৌসুমী ফুলের উৎপাদনের ওপর জোর দিচ্ছে পার্ক ও গার্ডেন দপ্তর।

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কলকাতার বিভিন্ন প্রান্তে পুষ্প প্রদর্শনী হবে। এই প্রদর্শনীগুলিতে পুরসভা তাদের নার্সারিতে উৎপাদিত মৌসুমী ফুলের পসরা নিয়ে হাজির থাকবে। প্রত্যেক বছরই এই প্রদর্শনীগুলিতে সম্মানিত হয় কলকাতা পুরসভা।

রাজ্য বিধানসভা, কলকাতা হাই কোর্ট, আলিপুরের এগ্রি হর্টিকালচার সেন্টার সহ নানা জায়গায় অনুষ্ঠিত হবে পুষ্প প্রদর্শনী। পুরসভার ১৬টি বোরোতেও এই প্রদর্শনী হবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

কলকাতা পুরসভার ১৫টি নার্সারি আছে। এর মধ্যে অন্তত আটটিতে উন্নতমানের ফুল উৎপাদন হয়। এই ফুলগুলি বিভিন্ন প্রতিযোগিতায় প্রদর্শন করা হয় পুরসভার তরফে। পুরসভার এক আধিকারিক বলেন, পুরসভার অনেক চুক্তিভিত্তিক উদ্যানপালক আছেন যারা সাড়া বছর ধরে এই নার্সারিগুলিতে ফুলের চাষ করেন।