সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৭, ২০১৮

আন্তর্জাতিক মানে উন্নীত হবে কিশোরভারতী স্টেডিয়াম

আন্তর্জাতিক মানে উন্নীত হবে কিশোরভারতী স্টেডিয়াম

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে অসামান্য সাফল্যের পর গোটা বিশ্বের খেল দুনিয়ার নজর কেড়েছে কলকাতা। আরও বেশি মাত্রায় আন্তর্জাতিক স্তরের নানা ক্রীড়ানুষ্ঠানের আয়োজনের জন্য এই শহরকে বাছাই করা হচ্ছে।

এরকম অবস্থায় বিধাননগরের বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশাপাশি এবার আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে যাদবপুরের কিশোরভারতী স্টেডিয়ামকে। ক্রীড়া আয়োজক হিসেবে রাজ্য সরকারের একের পর এক সাফল্যকে আরও তরান্বিত করতে সাজিয়ে তোলা হচ্ছে ইএম বাইপাস লাগোয়া সন্তোষপুরের ওই স্টেডিয়ামকে। কয়েক কোটি টাকা খরচ করে খোলনোলচে পাল্টানো হচ্ছে কিশোরভারতীর।

সংস্কার করা হচ্ছে, মাঠ, ১০টি গ্যালারি এবং জলনিকাশি ব্যবস্থার। নতুন করে বসানো হচ্ছে ফ্লাড লাইট, তৈরী হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত স্বয়ংসম্পূর্ণ ড্রেসিং রুম, প্রেস বক্স সহ আরও অনেক কিছু। চলতি ডিসেম্বরেই স্টেডিয়াম সংস্কার সংক্রান্ত টেন্ডার ডেকেছে পূর্ত দপ্তর।টেন্ডার প্রক্রিয়া শেষে ওয়ার্ক অর্ডার মেলার তিন মাসের মধ্যেই এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের বানানো হবে। শুধুমাত্র গ্যালারি সংস্কারেই প্রায় তিন কোটি টাকা খরচ করছে ক্রীড়া দপ্তর।

এছাড়াও ক্রীড়া দপ্তরের উদ্যোগে সংস্কারের কাজ শুরু হয়েছে বারাসত স্টেডিয়ামে। কিশোরভারতীর মতই আন্তর্জাতিক মানের মোড়ক দেওয়ার কাজ শুরু হচ্ছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে। বাংলার গ্রামগঞ্জ সহ সর্বত্র ক্রীড়া চর্চার ব্যাপক প্রয়াসের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই ছোট-বড় আকারের ৪৫টি স্টেডিয়াম তৈরীর কাজ শেষ হয়েছে।

এছাড়াও পুরসভা, কর্পোরেশন এবং পঞ্চায়েতের উদ্যোগে তৈরী আরও যে সমস্ত ক্রীড়াঙ্গন রয়েছে, সেগুলিও সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করছে ক্রীড়া দপ্তর। এই উদ্যোগের জেরেই জঙ্গলমহল, হিমাল-তরাই-ডুয়ার্স এবং সুন্দরবন কাপের মতো নানা ক্রীড়া আয়োজনে অংশ নিচ্ছেন লক্ষ লক্ষ ছেলে মেয়ে। সফল প্রতিযোগীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো সিভিক ভলান্টিয়ার এবং হোমগার্ডে চাকরিও দেওয়া হচ্ছে।

সবমিলিয়ে বাংলার ক্রীড়াক্ষেত্রে এহেন জোয়ারে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম অত্যন্ত জরুরি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

সৌজন্যেঃ বর্তমান