সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৪, ২০১৮

বাংলায় শিল্পক্ষেত্রে বিদ্যুৎ চাহিদা বাড়ছে উল্লেখযোগ্য ভাবে

বাংলায় শিল্পক্ষেত্রে বিদ্যুৎ চাহিদা বাড়ছে উল্লেখযোগ্য ভাবে

রাজ্য বিদ্যুৎ দপ্তরের তথ্য অনুযায়ী গত সাত বছরে রাজ্যে শিল্পক্ষেত্রে বিদ্যুৎ চাহিদা বেড়েছে ২৭.২ শতাংশ। পাশাপাশি গৃহস্থালির বিদ্যুতের চাহিদা বেড়েছে ৮০.৭৪ শতাংশ। এর ফলে দপ্তরের আয়ও বেড়েছে উল্লেখযোগ্য ভাবে।

শিল্পক্ষেত্রে এই অভূতপূর্ব বিদ্যুতের চাহিদা বাড়ার কারণ ক্ষুদ্র ও মাঝারি শিল্প তালুক খোলা। প্রসঙ্গত, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের প্রথমে আছে বাংলাই।

আগামী কয়েক বছরের মধ্যে আরও নতুন শিল্প ক্ষেত্রে অবিচ্ছেদ্য বিদ্যুৎ সরবরাহ করার জন্য পরিকাঠামোও তৈরী। অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদনেও দেওয়া হচ্ছে জোর। বিদ্যুৎ দপ্তর সেরা গুনমানের বিদ্যুৎ সরবরাহ করতে বদ্ধপরিকর।