সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৮, ২০১৮

মুখ্যমন্ত্রীর নির্দেশে আরণ্যক পরিবেশে হোম স্টে

মুখ্যমন্ত্রীর নির্দেশে আরণ্যক পরিবেশে হোম স্টে

আলিপুরদুয়ার, পুরুলিয়ার পর অরণ্যসুন্দরী ঝাড়গ্রামেও সরকারি উদ্যোগে তৈরী হবে হোম-স্টে। শাল-মহুয়া, টিলা-ডুংরি ঘেরা ঝাড়গ্রামকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে অন্তত ১০০টি হোম-স্টে তৈরী করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে জেলাশাসককে ‘উপযুক্ত পদক্ষেপ’ নিতে বলেন তিনি৷ সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে প্রশাসন।

জেলাশাসক বলেন, ‘বেলপাহাড়ি, কাঁকড়াঝোড়-সহ বিভিন্ন এলাকায় হোম-স্টে তৈরী করতে আগ্রহীদের সঙ্গে কথা বলা হবে। ট্যুরিজম দপ্তর এবং এই জেলায় যারা পর্যটন নিয়ে কাজ করছেন, তাঁদের সঙ্গেও কথা বলা হবে।’

মুখ্যমন্ত্রী জেলাশাসককে বলেছিলেন, ঝাড়গ্রাম, কাঁকড়াঝোড় ও চিলকিগড় এলাকায় ১০০টি হোম-স্টে তৈরী করুন৷ তাহলে অনেক পর্যটক সেখানে থাকতে পারবেন৷ হোম-স্টে গুলির পাশে গ্রামীণ হাট তৈরি করতেও ঝাড়গ্রাম জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এর ফলে এলাকার মানুষ যে সমস্ত হস্তশিল্প তৈরী করেন, সেগুলি ওই হাটে বিক্রীর ব্যবস্থা হবে।

সৌজন্যেঃ এই সময়