সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৩০, ২০১৮

সরকারি লজের ‘মেক ওভার’

সরকারি লজের ‘মেক ওভার’

নতুন বছরে বদলের ছোঁয়া লাগতে চলেছে রাজ্যের সবক’টি সরকারি ট্যুরিস্ট লজে। যুগের সঙ্গে তাল মিলিয়ে ও পর্যটকদের নতুন নতুন চাহিদার কথা মাথায় রেখে লজগুলিতে তৈরী হচ্ছে আধুনিক জিম, সুইমিং পুল, বার-রেস্তোরাঁ, লাইব্রেরী। ঘরগুলিও হবে ঝাঁ চকচকে। তৈরী হবে নতুন ল্যান্ডস্কেপ। লজগুলির আমূল সংস্কারে উদ্যোগী হয়েছে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম।

পর্যটনমন্ত্রী তথা নিগমের চেয়ারম্যান দাবী, পরিষেবার নিরিখে আগামী দিনে যে কোনও থ্রি-স্টার হোটেলকে টেক্কা দেবে রাজ্যের সরকারি ট্যুরিস্ট লজগুলি। তাঁর ব্যাখ্যা, যত দিন যাচ্ছে, পর্যটকদের চাহিদা বাড়ছে। একটা সময় ছিল, যখন সরকারি লজে থাকা-খাওয়ার ব্যবস্থা ঠিক থাকলেই মানুষ খুশি হতেন। কিন্তু এখন পর্যটকদের অনেকেই জানতে চান, শরীরচর্চার জন্য আধুনিক জিম আছে কি না? অনেকের কাছে ভালো কোনও থাকার জায়গার আবশ্যিক শর্ত হল, সুইমিং পুল। কেউ আবার চান ভালো রেস্তোরাঁ।

এক সঙ্গে সব ক’টি বৈশিষ্ট্য এখন সব ক’টি ট্যুরিস্ট লজে নেই। জিম, সুইমিং পুল, লাইব্রেরী তো কোনও লজে নেই। সেই খামতি ঢাকতেই লজগুলির আমূল সংস্কারের ভাবনা।

প্রথম ধাপে ২৫টি লজ সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রাথমিক খরচ ধরা হয়েছে ১০০ কোটি টাকা। টেন্ডার ডেকে পেশাদার আর্কিটেক্ট সংস্থাকে নকশা তৈরীর বরাত দেওয়া হচ্ছে। সেই মতো লজগুলির ভোল পুরোপুরি বদলানো হবে।

৫০টি ডাবল বেড রুম, ভিআইপি স্যুট, একই সময়ে ৩০ জন বসতে পারার মতো বার, ১০০ আসনের কনফারেন্স রুম ও ট্রেনার-সহ জিমের পাশাপাশি লাইব্রেরী, আধুনিক কায়দায় সি থ্রু কিচেন রুম লাগোয়া রেস্তোরাঁ থাকবে লজগুলিতে। সেই সঙ্গে লিফটের সুবিধা, পার্কিং লট, নিজস্ব ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সিসিটিভি নজরদারি ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা।

মন্ত্রী জানিয়েছেন, পর্যটক টানতে ডুয়ার্সের টিলাবাড়ি ও মূর্তি ট্যুরিস্ট লজে সুইমিং পুল বানানো হচ্ছে। শিলিগুড়ির মৈনাক ও দিঘার লারিকা ট্যুরিস্ট লজে হবে লিলিপুল। ভোজনরসিক বাঙালি পর্যটকদের কথা মাথায় রেখে লজগুলিতে খাবারের মান আরও উন্নত করা হবে। বাঙালি খাবারের পাশাপাশি উত্তর ও দক্ষিণ ভারতীয় খানা, চিনা, কন্টিনেন্টাল – সব রকম খাবার মিলবে। উন্নত মানের পরিষেবা দেওয়ার কথা মাথায় রেখে কলকাতার একটি পাঁচতারা হোটেলে লজের সাধারণ কর্মী ও রাঁধুনি মিলিয়ে ৪৪০ জনকে প্রশিক্ষণ দেওয়ারও ব্যবস্থা করেছে নিগম।

সৌজন্যেঃ এই সময়