সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৭, ২০১৮

কলকাতার সব রাস্তার দায়িত্ব পুরসভার

কলকাতার সব রাস্তার দায়িত্ব পুরসভার

কলকাতা শহরের সব রাস্তাই সারাবে পুরসভা। এমনকী কলকাতা বন্দর কর্তৃপক্ষের আওতাধীন রাস্তাও পুরসভাই সারাবে। তবে তার জন্য খরচ নেওয়া হবে ওই কর্তৃপক্ষের কাছ থেকে। এমনই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছে কলকাতা পুরসভা।

পাশাপাশি এও দাবী থাকবে, শহরের সব উড়ালপুলের দেখভাল করুক কেএমডিএ। কলকাতার বাইরে সমস্ত রাস্তা ও উড়ালপুলের দায়িত্ব থাকুক রাজ্য পূর্ত দপ্তরের হাতে। পুরসভার মেয়র এই প্রস্তাব পাঠানোর কথা জানিয়েছেন। রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং কেএমডিএ-র চেয়ারম্যান পদেও রয়েছেন মেয়র নিজেই।

মেয়র বলেন, এতে রাস্তার মেরামতি, রক্ষণাবেক্ষণের কাজে অনেক গতি আসবে। তার কথায়, এর ফোল কোনটা কার রাস্তা, এ নিয়ে কাজে দেরি হবে না।

মেয়র রাজ্য সরকারের সংস্থা কেএমডিএ, হিডকোর কর্তাদের পাশাপাশি পুরসভার পদস্থ কর্তাদের নিয়ে বৈঠক করেন। সেখানে রাস্তার দেখভাল নিয়ে এমন সিদ্ধান্ত গৃহীত হয়। তবে তা বাস্তবায়িত করতে হলে মন্ত্রীসভায় অনুমোদন করাতে হবে। রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠিয়ে এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করার পথে হাঁটতে চাইছে পুরসভা।