ডিসেম্বর ৩, ২০১৮
ইন্ডিয়া স্কিলস ২০১৯ সমীক্ষা অনুযায়ী বাংলা দেশের মধ্যে কর্মযোগ্যতার নিরিখে দ্বিতীয়

ইন্ডিয়া স্কিলস ২০১৯ সমীক্ষায় আবারও প্রমাণিত হল বাংলার শিক্ষা ব্যবস্থা দেশের মধ্যে অন্যতম। ইন্ডিয়া স্কিলস ২০১৯ সমীক্ষা অনুযায়ী বাংলা দেশের মধ্যে কর্মযোগ্যতার নিরিখে দ্বিতীয়।
১৫ই জুলাই থেকে ৩০শে অক্টোবরের মধ্যে ২৯টি রাজ্য এবং ৭টি কেন্দ্রশাসিত অঞ্চলের ৩লক্ষ পড়ুয়াদের ওপর সমীক্ষা চালানো হয় কাজ, কর্মযোগ্যতা এবং দক্ষতার ওপর।
তাদের যোগ্যতা ও দক্ষতা খতিয়ে দেখা হয় ইংরাজি, জটিল সমস্যার সমাধান খোঁজা, অঙ্কের জ্ঞ্যান, ডোমেনে জ্ঞ্যান, ব্যবহারিক দক্ষতার ওপর।
নামী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি তৃণমূল সরকার গত সাত বছরের শাসনকালে ২২টি বিশ্ববিদ্যালয় এবং ৪৮টি কলেজ নির্মাণ করেছে। আরও পাঁচটি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা আছে। তার মধ্যে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাসও করা হয়েছে।
ডায়মন্ড হারবারে পূর্ব ভারতের মধ্যে প্রথন মহিলা বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। কল্যাণী, কালিম্পং, কার্শিয়ঙে এডুকেশানাল হাব তৈরী করা হয়েছে। বোলপুরে বিশ্ববাংলা বিদ্যালয় তৈরী করা হচ্ছে। শীঘ্রই তারকেশ্বরে সবুজ বিশ্ববিদ্যালয় তৈরী করা হবে। দার্জিলিং জেলার মংপুতে আরেকটি বিশ্ববিদ্যালয় তৈরী করা হয়েছে।