সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৪, ২০১৮

কৃষি ও মৎস্যচাষে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার

কৃষি ও মৎস্যচাষে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার

গত সাত বছরে কৃষিক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন এসেছে বাংলায়। উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে কৃষকদের আয়বৃদ্ধি কিংবা পরিকাঠামো উন্নয়ন – নানা সাফল্য রাজ্যের ঝুলিতে। এইবার আরেকটি নতুন পরিকল্পনা রাজ্যের কৃষি ও মৎস্যচাষে আমূল পরিবর্তন আনতে চলেছে। এই প্রথম বাংলায় চালু হতে চলেছে অ্যাকোয়া-রিটেলিং ব্যবস্থা।

এই মুহূর্তে, রাজ্যে ৭১ লক্ষেরও বেশী পরিবার কৃষির সঙ্গে যুক্ত আছেন। দেশে ধান উৎপাদনে প্রথম এবং আলু উৎপাদনে দ্বিতীয় স্থানাধিকারী বাংলা।

২০১০-১১ অর্থবর্ষের তুলনায় ২০১৭-১৮ অর্থবর্ষে কৃষকদের আয় বেড়েছে তিন গুণেরও বেশী। কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী, ২০১০-১১ সালে কৃষকদের গড় আয় ছিল বার্ষিক ৯১,০০০ টাকা, যা ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ২.৯১ লক্ষ টাকা। একদিকে যখন কেন্দ্রীয় সরকার আগামী ২০২২ সালের মধ্যে কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থীর করেছে, সেখানে ইতিমধ্যেই রাজ্য সরকার কৃষকদের আয় তিন গুণেরও বেশী বৃদ্ধি করতে সফল হয়েছে।