সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১২, ২০১৮

পড়ুয়াদের স্বাস্থ্য শিবিরের জন্য ৪৫৯জন মেডিক্যাল অফিসার নিযুক্ত করবে রাজ্য

পড়ুয়াদের স্বাস্থ্য শিবিরের জন্য ৪৫৯জন মেডিক্যাল অফিসার নিযুক্ত করবে রাজ্য

জেলা ও মহকুমার স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার জন্য ৪৫৯জন মেডিক্যাল অফিসার নিযুক্ত করবে রাজ্য সরকার।

চুক্তির ভিত্তিতে এই মেডিক্যাল অফিসারদের নিযুক্ত করবে স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে ৩৩৩জন হবেন হোমিওপ্যাথি শাখার, ৮০জন আয়ুর্বেদ শাখার ও ৪৬জন ইউনানি শাখার।

গ্রামের অনেক পড়ুয়াই অনেক সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয় অথচ তারা প্রাথমিক স্তরে সেটা বুঝতে পারেনা। স্কুলে স্কুলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হলে তাদের রোগ খুব সহজে এবং সময়মত চিহ্নিত করা যাবে।
চর্মরোগ, হৃদযন্ত্রের অবস্থা, পুষ্টির পরিমাণ ইত্যাদি নিয়মিত পরীক্ষা করা হবে।