ডিসেম্বর ১৭, ২০১৮
জানুয়ারিতে আদিবাসী উৎসব

আদিবাসী অধ্যুষিত ব্লকে আদিবাসী উৎসব করবে রাজ্য সরকার। ১২,১৩ ও ১৪ জানুয়ারি এই তিনদিন ধরে হবে উৎসব। এলাকা অনুযায়ী এর নামকরণ হবে। যেখানে অলচিকি সেখানে সেই ভাষায়, যেখানে কুড়মালি সেখানে সেই ভাষায়, যেখানে কুরমি সেখানে সেই ভাষায় নামকরণ হবে। সাড়া রাজ্যেই মহাসমারোহে এই উৎসব হবে।
মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকের সভা থেকে এই উৎসবের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজের প্রকল্পে যাতে আরও বেশী করে আদিবাসীদের কাজ দেওয়া যায়, সে বিষয়ে জোর দিতে জেলাশাসককে নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় আদিবাসীরা সমস্ত সরকারি পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন। অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে পিছিয়ে ছিলেন। আদিবাসী এলাকার কোনও উন্নতি হয়নি। আসলে সেই সময় আদিবাসীদের উন্নয়নের বিষয়টিকে সরকার কোনও রকম গুরুত্বই দেয়নি।
কিন্তু, তৃণমূল সরকার গঠিত হওয়ার পর গত সাড়ে সাত বছরে তাঁদের মূলস্রোতে তুলে আনা হয়েছে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাঁদের কাছে উন্নয়ন পৌঁছে দিয়েছে। খেলাধুলা, শিক্ষা – সবেতেই তাঁরা আজ এগিয়ে যাচ্ছেন। সরকার সব সময় তাঁদের পাশে রয়েছে।