ডিসেম্বর ২, ২০১৮
গত সাত বছরে সামাজিক সুরক্ষায় উপকৃত হয়েছেন ১ কোটি ১ লক্ষ মানুষ

গত সাত বছরে শ্রমদপ্তরের সামাজিক সুরক্ষা প্রকল্পে উপকৃত হয়েছেন ১ কোটি ১ লক্ষ মানুষ। বাম আমলে ২০০০ থেকে ২০১১ পর্যন্ত এই প্রকল্পে ২৬ লক্ষ মানুষ উপকৃত হয়েছিলেন।মঙ্গলবার বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে এই তথ্য জানান শ্রমমন্ত্রী।
তিনি বলেন, বাম আমলে এই প্রকল্পে খরচ হয়েছে ৯ কোটি টাকা। আর গত সাত বছরে খরচ হয়েছে ১২৭৪ কোটি টাকা। ২০১১ সালের মে মাস থেকে ২০১৮ সালের ৩১ অক্টোবর পর্যন্ত শ্রমদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ৫,৬৭,৫২,৮৭৩ জন মানুষ উপকৃত হয়েছেন। এর মধ্যে শ্রম কমিশনারেটের অন্তর্গত অসংগঠিত ক্ষেত্রে নথিভূক্ত উপকৃত শ্রমিকের সংখ্যা ৭৪,৯২,৭৫৭ জন।
ইএসআইয়ের মাধ্যমে বহির্বিভাগে ৪,৮১,৪৭,৬৩৩ জন এবং অন্তর্বিভাগে ৫,৭২,২৮৫ জন চিকিৎসার সুযোগ পেয়েছেন। কর্মসংস্থান অধিকারের মাধ্যমে উপকৃত শ্রমিকের সংখ্যা হল ৫,৪০,১৯৮। সব মিলিয়ে বরাদ্দকৃত অর্থের পরিমাণ হল ৩৭১৮ কোটি ৫১ লক্ষ টাকা।
এই সব সুবিধা পাওয়ার জন্য এখন ঘরে বসে নাম নথিভূক্ত করার সুযোগ আছে। ওয়েবসাইট খুলে শ্রমদপ্তরের সমস্ত কাজকর্ম সম্পর্কে জানতে পারবেন। নামও নথিভূক্ত করতে পারবেন। তবে দপ্তরের অফিসাররা সবদিক খতিয়ে দেখেই সামাজিক সুরক্ষা যোজনায় শ্রমিকদের সুবিধা দেওয়ার ব্যবস্থা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ই রাজ্যের সব ধরনের অসংগঠিত শ্রমিককে এক ছাতার তলায় নিয়ে এসে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্প তৈরী করেছেন।
সৌজন্যে: বর্তমান