ডিসেম্বর ৯, ২০১৮
বিশ্বমানের অটিজ্ম টাউনশিপ গড়ে উঠতে চলেছে রাজ্যে

কলকাতার কাছেই একটি অটিজ্ম টাউনশিপ গড়ে উঠতে চলেছে।রাজ্য সরকারের সহযোগিতায় একটি বেসরকারি সংস্থা এটি গড়ে তুলবে।
দক্ষিণ ২৪ পরগনার সিরাকোলে ৫২ একর জমির ওপর ‘ইন্ডিয়ান অটিজম সেন্টার’ নামে এই টাউনশিপ গড়ে উঠবে। ওই কেন্দ্রে অটিজ্ম রোগে আক্রান্ত শিশু এবং পূর্ণবয়স্কদের চিকিৎসা, প্রশিক্ষণ এবং থাকার ব্যবস্থা থাকবে। রাজ্য সরকার ও রত্নাবলী গ্রুপের যৌথ উদ্যোগে যে প্রকল্প গড়ে উঠছে তাতে টাউনশিপ নির্মাণ বাবদ ৫০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে।
২০১৯ সালের জানুয়ারিতে প্রকল্পটির সূচনা করা হবে বলে জানানো হয়েছে। এখানে ৩৫০ জন থাকতে পারবেন। ২০০ জন শিশুর জন্য ডে কেয়ার সেন্টার তৈরী করা হবে।
সৌজন্যে: আজকাল