সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৬, ২০১৮

রাজ্যজুড়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব

রাজ্যজুড়ে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র যুব উৎসব ২০১৮-১৯। সাড়া রাজ্য জুড়ে পালিত হবে এই উৎসব।

রাজ্যে মোট তিনটি স্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজিত হবে:

ব্লক/মিউনিসিপ্যালিটি/মিউনিসিপাল কর্পোরেশন এবং নোটিফায়েড এলাকা ও বোরো স্তরে – ১৭-২১ ডিসেম্বর,

জেলা স্তরে ২-৫ জানুয়ারি, এবং

রাজ্য স্তরে ১১-১৩ই ফেব্রুয়ারি

এই উৎসবের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে নিকটস্থ ব্লক যুব অফিস, পৌর যুব অফিস, পৌরনিগম যুব অফিস, বোরো যুব অফিস অথবা জেলা যুব দপ্তরে যোগাযোগ করতে হবে।

বিশদে জানতে যোগাযোগ করতে হবেঃ
যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর
৩২/১, বি বা দী বাগ (দক্ষিণ)
কলকাতা ৭০০০০১

অথবা,

রাজ্য যুবকেন্দ্র, মৌলালি, কলকাতা ৭০০০১৪

দূরভাষঃ ২২৪৮০৬২৬, ২২৬৫৩২৩১

ওয়েবসাইটঃ www.wbyouthservices.in