সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১২, ২০১৮

পুরস্কৃত রাজ্য বিদ্যুৎ সংবহণ কোম্পানি

পুরস্কৃত রাজ্য বিদ্যুৎ সংবহণ কোম্পানি

পুরস্কৃত হল রাজ্য বিদ্যুৎ সংবহণ কোম্পানি। ‘বেস্ট স্টেট ট্রান্সমিশন কোম্পানি’ বিভাগে ‘রানার আপ’ হয়ে ‘আইপিপিএআই (ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া) অ্যাওয়ার্ড ২০১৮’ পেয়েছে এই রাজ্য বিদ্যুৎ কোম্পানি।

সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে ডিরেক্টর (অপারেশনস) কর্ণাটকে এই পুরস্কার গ্রহণ করেছেন। রাজ্য বিদ্যুৎ সংবহণ কোম্পানির কর্তারা জানিয়েছেন, বিদ্যুৎ সংবহণে যেভাবে কৃতিত্বের সঙ্গে কাজ করছে কোম্পানি, এই পুরস্কার তারই স্বীকৃতি। এই পুরস্কার আগামী দিনে আরও ভালো কাজের উৎসাহ জোগাবে।

পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট পাম্পড স্টোরেজ প্রকল্পের উদ্ভাবন এবং স্থায়িত্বর জন্য মিলেছে এই পুরস্কার। এছাড়াও, ১০০০ তুর্গায় তৈরী হতে চলা মেগাওয়াট পাম্পড স্টোরেজ প্রকল্প ও বান্ডুতে ৯০০ মেগাওয়াট পাম্পড স্টোরেজ প্রকল্পে ভবিষ্যৎমুখী পরিকল্পনার জন্যও দেওয়া হয়েছে এই স্বীকৃতি।