সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৭, ২০১৮

পুরুলিয়ায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য রাজ্য বিদ্যুৎ সংস্থা পেল স্কচ পুরষ্কার

পুরুলিয়ায় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য রাজ্য বিদ্যুৎ সংস্থা পেল স্কচ পুরষ্কার

গত ২৪শে নভেম্বর ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (আইপিপিএআই) পুরষ্কার পাওয়ার পর রাজ্য বিদ্যুৎ সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডব্লুবিএসইডিসিএল)-র মুকুটে যুক্ত হল আরও এক পালক। এবার ‘এনার্জি’ বিভাগে সিলভার স্কচ পুরষ্কার পেলেন তারা।

পুরুলিয়ায় ৯০০ মেগাওয়াট পাম্পড স্টোরেজ প্রকল্পের জন্য এই দু’টি পুরষ্কার পেয়েছে ওই সংস্থা। এছাড়াও দেশের সেরা ২০টি বিদ্যুৎ প্রকল্পের মধ্যে জায়গা করে নিয়ে স্কচ অর্ডার অফ মেরিটও পেল ডব্লুবিএসইডিসিএল।

অ্যানড্রয়েড অ্যাপ্লিকেশনের মাধ্যমে স্পট মাস্টার কার্ড প্রিপারেশন, মোবাইল-ইন্টারনেট ভিত্তিক টাকা সংগ্রহ এবং এসএপি-ইআরপি তে রিপোর্টিং, ইন্সপেকশন এবং ক্ষতিপূরণ এর জন্য অ্যাক্সিডেন্ট মডিউল ইন-হাউস তৈরী করার কৃতিত্বের জন্য মিলেছে সিলভার স্কচ পুরস্কার।

এই পুরস্কার আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গত সাত বছরে বিদ্যুৎ এর ক্ষেত্রে কতটা প্রগতি হয়েছে রাজ্যে।