ডিসেম্বর ১৯, ২০১৮
১৪ জেলায় সিল্ক খাদি প্রকল্প চালু করার উদ্যোগ

মসলিন খাদির অভাবনীয় সাফল্যের পর পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ নিল আরেক পদক্ষেপ। রাজ্যের ১৪টি জেলায় বাংলার সিল্ক খাদি প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ।
খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের কর্ণধার বলেন, এই প্রকল্পের মূল উদ্দেশ্য সিল্ক খাদি শিল্পীদের আধুনিক বাজারের চাহিদা মত পণ্য তৈরী করতে প্রশিক্ষণ দেওয়া। এর জন্য উপযুক্ত পরিকাঠামো তৈরী করা হবে। এছাড়া, তাদের তৈরী পণ্যের বিপণনের জন্য দরকারি পরিকাঠামো তৈরী করা হবে। পাশাপাশি, সংরক্ষণ পদ্ধতি, গুণমান নিয়ন্ত্রণ, পরীক্ষার সুবিধা, এবং ব্র্যান্ডিং এর বিষয়টিও দেখা হবে।
যে ১৪টি জেলাকে বেছে নেওয়া হয়েছে, তাদের ‘অনগ্রসর’ এবং ‘অগ্রসর’ – এই দু’ভাগে ভাগ করা হয়েছে। অনগ্রসর ভাগে আছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুর। অগ্রসর এই ভাগে আছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলী, হাওড়া এবং নদীয়া। অনগ্রসর জেলাগুলিতে ২৩৪০ জন শিল্পীকে এবং অগ্রসর চিহ্নিত জেলাগুলিতে ১৯০০ শিল্পীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রসঙ্গত, এই মুহূর্তে রাজ্যে ৩১টি খাদি প্রতিষ্ঠান এবং সমিতি সিল্ক খাদির ওপর কাজ করছে।