ডিসেম্বর ২৯, ২০১৯
সিএএ-এনআরসি বিরোধীতায় দিনভর আন্দোলনে তৃণমূল

সিএএ-এনআরসি বিরোধীতায় গত ২৮ শে ডিসেম্বর রাজ্যজুড়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। এই প্রতিবাদে সামিল হয়েছিলেন দলের সমস্ত বিধায়ক, নিজ নিজ কেন্দ্রে।
বাংলার ৩৪১ টি ব্লক এবং জেলা সদরে বিক্ষোভ সমাবেশ হয়েছিল। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করেন সকলে।
প্রসঙ্গত, সিএএ-এনআরসি বিরোধিতায় ইতিমধ্যেই কলকাতায় ৫টি মিছিল এবং ২টি জনসভা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, সিএএ-এনআরসি বাতিল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
দিদির মিছিলগুলিতে হাজার হাজার মানুষ যোগ দিয়েছিলেন। তিনি সোমবার পুরুলিয়ায় একটি মিছিলে অংশ নেবেন। আগামী ৩রা জানুয়ারী শিলিগুড়িতে একটি মিছিলে অংশ নেবেন দিদি।