সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২১, ২০১৮

তথ্যপ্রযুক্তি হাবে বিপুল কর্মসংস্থান

তথ্যপ্রযুক্তি হাবে বিপুল কর্মসংস্থান

নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে প্রস্তাবিত টিসিএস ক্যাম্পাসে আনুমানিক ১৫,০০০ কর্মসংস্থান হবে। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) আয়োজিত এক সম্মেলনে একথা জানান রাজ্যের অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী অমিত মিত্র।

এই মুহূর্তে রাজ্যে টিসিএসে কর্মরত মানুষের সংখ্যা ৪১,০০০ এবং তাদের কাজ ছাড়ার প্রবণতা মাত্র তিন শতাংশ। ইতিমধ্যেই, সিলিকন ভ্যালি হাবে ২০ একর জমির জন্য আবেদন জানিয়েছে টিসিএস; এখানে প্রায় ১৫,০০০ মানুষের কর্মসংস্থান হবে। গত তিন বছরে এই সংস্থা ১১,০০০ মানুষকে চাকরি দিয়েছে।

মন্ত্রী বলেন, নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে টিসিএস ছাড়াও অন্য যে সকল সংস্থা আগ্রহ দেখিয়েছে, সেগুলি হল, রিলায়েন্স জিও, ক্যাপজেমিনি, ফার্স্ট সোর্স সলিউশানস। এই ১০০ একর হাবের ৭৪ একর ইতিমধ্যেই বুক হয়ে গেছে। রাজ্য আরও ১০০ একর জমি বরাদ্দ করেছে এই হাব তৈরীর জন্য।

কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রকে পাখির চোখ করেছে রাজ্য সরকার। এই ক্ষেত্রে কর্মসংস্থান তৈরী করার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে কগনিজেন্ট। তাদের কর্মীর সংখ্যা ১৮,০০০। আইবিএম-এর কর্মী সংখ্যা আনুমানিক ৮,০০০।