সাম্প্রতিক খবর

ডিসেম্বর ৪, ২০১৮

গাছ লাগালেই কর ছাড়

গাছ লাগালেই কর ছাড়

কলকাতা পুরসভার নবনির্বাচিত মহানাগরিক শপথ নিয়েই দূষণ রুখতে পদক্ষেপ নিলেন। নাগরিক বনসৃজন করলে ৯০ শতাংশ কর ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলেন নবনির্বাচিত মহানাগরিক।

মুখ্যমন্ত্রীর ‘কিপ ক্লিন, স্টে গ্রীন’ মন্ত্রে কলকাতার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যাদবপুর, টালিগঞ্জ অঞ্চলে জলের সমস্যা আছে। বেহালায় জল জমার একটু সমস্যা আছে। এগুলো সব মেটানো হবে।

মেয়রের বলেন, দূষণ রুখতে নাগরিক বনসৃজন করা প্রয়োজন। কোনও জমিতে বড় গাছ দিয়ে বনসৃজন করলে যে অংশে করা হবে, সেই অংশের করে ৯০ শতাংশ ছাড় দেওয়া হবে। আবাসনের ক্ষেত্রে গাছ লাগালে ছাড় পাওয়া যাবে উচ্চতার ক্ষেত্রেও।

কলকাতা পুরসভার জন্য বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বরেরও সূচনা হয়। এই নম্বরটি হল – ৯৮৩০০৩৭৪৯৩।