সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৬, ২০১৮

রাজ্য খাদি মেলা এবার তালতলা মাঠে, চলবে ২রা জানুয়ারি পর্যন্ত

রাজ্য খাদি মেলা এবার তালতলা মাঠে, চলবে ২রা জানুয়ারি পর্যন্ত

বার্ষিক রাজ্য খাদি মেলা শুরু হয়েছে ১৪ই ডিসেম্বর প্রিন্স আনোয়ার শাহ রোডের তালতলা মাঠে। চলবে আগামী ২রা জানুয়ারি পর্যন্ত।

সোমবার থেকে শুক্রবার এই মেলা খোলা থাকবে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত। শনি ও রবিবার এই মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এই মেলার অন্যতম আকর্ষণ হল সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্রেতাদের সুবিধার্থে এই মেলায় নগদের পাশাপাশি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডও গ্রহণ করা হবে সব স্টলে।

এই মেলার আয়োজক রাজ্যের ক্ষুদ্র, কুটির, মাঝারি ও বস্ত্র শিল্প দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদ।