ডিসেম্বর ১৫, ২০১৮
শহরের সৌন্দর্যায়নে নবতম সংযোজন ভার্টিকাল গার্ডেন

শহরের সৌন্দর্যায়নের স্বার্থে ইতিমধ্যেই নানা পরিকল্পনা করেছে নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (এনকেডিএ)। নবতম সংযোজন, ভার্টিকাল গার্ডেন। উপনগরীর ফ্লাইওভার, মেট্রোর পিলারের মধ্যে তৈরী এই গার্ডেনের মাধ্যমে যেমন শহরকে আরও আকর্ষণীয় দেখাবে, তেমনই দূষণ ঠেকাতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই পরিকল্পনা।
দূষণে লাগাম পরাতে নিউ টাউনের বেসরকারি সংস্থাগুলির উপরে দু’টি শর্ত আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে এনকেডিএ। এক, নিউ টাউনের মধ্যে যাতায়াতের জন্য সংস্থার মোট কর্মীর মধ্যে ২৫ শতাংশকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করতে হবে। দুই, জোর দিতে হবে বনসৃজনে। পেট্রল-ডিজেল চালিত গাড়ির ব্যবহার না-কমলে দূষণের মাত্রা ঠেকানো সম্ভব নয় বলে মত এনকেডিএ-র কর্তাদের।
সিঙ্গাপুর, মেক্সিকোর মতো দেশে ইতিমধ্যে ভার্টিকাল গার্ডেন তৈরী হয়েছে। এ রাজ্যে নিউটাউনই প্রথম শহর, যেখানে দূষণের মোকাবিলায় এমন পদক্ষেপ। ইতিমধ্যে নজরুল তীর্থের কাছে এ রকম গার্ডেন তৈরী করা হয়েছে। মাস দু’য়েকের মধ্যে শহরের আরও শ’খানেক জায়গায় এমন গার্ডেন তৈরী হবে বলে জানিয়েছেন এনকেডিএ চেয়ারম্যান।
ভার্টিকাল গার্ডেনে মূলত ভেষজ গাছ লাগানো হয়। এ ধরনের গাছ শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে তা-ই নয়, রাস্তায় ধুলো কমানো থেকে প্রাকৃতিক ভারসাম্য বজায়ের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করে।