সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৯, ২০১৮

সাগরমেলার জন্য ১১ই থেকে ১৭ই জানুয়ারি চলবে ১৫৯৫টি বাস

সাগরমেলার জন্য ১১ই থেকে ১৭ই জানুয়ারি চলবে ১৫৯৫টি বাস

সাগরমেলার জন্য পরিবহন পরিকল্পনা চূড়ান্ত। মেলার জন্য বিশেষ বাস চলাচল করবে আগামী ১১ই থেকে ১৭ই জানুয়ারি। মেলায় পরিবহন পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করবে ডব্লুবিটিসি এবং এসবিএসটিসি। মেলার দিনগুলিতে তাদের মোট ১৫৯৫টি বাস চলবে। বাসের ভাড়াও নির্দিষ্ট করা হয়েছে।

ডব্লুবিটিসি সহ বিভিন্ন সংস্থার মোট ১০৬টি ভেসেল চালানো হবে মেলার জন্য। থাকবে এলসিটি বার্জও। এসব ছাড়াও মেলায় জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হবে হেলিকপ্টার।

পরিবহন দপ্তর সূত্রের খবর, মেলার দিনগুলিতে ডব্লুবিটিসি মোট ১০২০টি বাস চালাবে। আগামী ১১ই জানুয়ারি থেকে বিশেষ পরিষেবা দেওয়া শুরু করবে তারা। ওই দিন মোট ৩৫টি বাস থাকবে। মেলার বাকি দিনগুলিতে বাস দেওয়া হবে যথাক্রমে ৪১, ১২৫, ২৬০, ২৫৭, ২২১ এবং ৮১টি।

এসবিএসটিসি মেলার জন্য বাস পরিষেবা দেবে ১২ই জানুয়ারি থেকে। ওই দিন তারা ৫০টি বাস চালাবে। ১৩ই থেকে ১৫ই জানুয়ারি তারা ১২০টি করে বাস চালাবে। ১৬ই তারিখে তারা ১১০টি বাস চালাবে। ১৭ই জানুয়ারি তারা ৫৫টি বাস চালাবে। গত বছরের তুলনায় এবারের মেলার জন্য ২০০টি বেশী বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। বাস ছাড়বে হাওড়া, বাবুঘাট বা আউটরাম ঘাট, লট ৮ এবং নামখানা থেকে।

  • হাওড়া থেকে লট ৮-এর জন্য বাসের ভাড়া ধার্য হয়েছে ৭৫ টাকা।
  • বাবুঘাট বা আউটরাম ঘাট থেকে লট ৮-এর বাসের ভাড়া ধার্য হয়েছে ৭০ টাকা।
  • বাবুঘাট বা আউটরাম ঘাট থেকে নামখানার ভাড়া ধার্য হয়েছে ৭৫ টাকা।
  • হাওড়া থেকে নামখানার ভাড়া ধার্য হয়েছে ৮০ টাকা।
  • লট ৮ থেকে কচুবেড়িয়ার ভাড়া ধার্য হয়েছে ৪৫ টাকা।
  • নামখানা থেকে বেনুবন বা চেমাগুড়ির ভাড়া ধার্য হয়েছে ৮৫ টাকা।

দপ্তরের এক অধিকর্তা বলেন, কলকাতা রেল স্টেশন থেকেও মেলার জন্য বাস পাওয়া যাবে। জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ১২ই থেকে ১৬ই জানুয়ারি পর্যন্ত প্রস্তুত রাখা হবে হেলিকপ্টারও। দপ্তরের আধিকারিকরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বহাল থেকে দায়িত্ব পালন করবেন। মেলার জন্য সেন্ট্রাল কন্ট্রোল রুম সর্বদা তৎপর থাকবে। প্রয়োজনে যাত্রীরা ডব্লুবিটিসির হোয়াটসঅ্যাপ নম্বরে সুবিধা-অসুবিধার কথা জানাতে পারেন।

মেলার জন্য মোট পাঁচটি এলসিটি বার্জ ব্যবহার করা হবে। মেলার আগে থেকেই যেহেতু সাগরে পুণ্যার্থীদের ভিড় হতে শুরু করে, তাই নামখানাগামী নিয়মিত রুটগুলিতে আগামী ৫ই জানুয়ারি থেকেই ডব্লুবিটিসি বাড়তি বাস চালানো শুরু করবে। ১৫ই এবং ১৬ই জানুয়ারি ভিড় বাড়লে যাতে আরও বেশী বাস নামানো যায়, তার জন্য অতিরিক্ত বাস মজুত রাখা হবে।

সৌজন্যেঃ বর্তমান