ডিসেম্বর ৪, ২০১৮
সিমেন্ট শিল্পে রাজ্যে নতুন তিন হাজার কোটি লগ্নি

রাজ্যে শিল্পায়নের গতি ত্বরাণ্বিত করতে সিমেন্ট ক্ষেত্রে আগামী কয়েক বছরে তিন হাজার কোটি টাকারও বেশী বিনিয়োগ আসছে। জেএসডব্লিউ সিমেন্ট, স্টার সিমেন্ট এবং ডালমিয়া সিমেন্ট ভারত সম্মিলিত ভাবে এই অর্থাঙ্ক পশ্চিমবঙ্গে লগ্নি করবে বলে জানিয়েছে। কলকাতায় বণিকসভা আইসিসি আয়োজিত ‘সিমেন্টিং ইন্ডিয়া’ অনুষ্ঠানে একথা জানান রাজ্যের শিল্প, বাণিজ্য ও অর্থমন্ত্রী।
তিনি বলেন, শালবনিতে জেএসডব্লিউ সিমেন্ট ও গোদাপিয়াশালে ডালমিয়া সিমেন্ট কারখানার উৎপাদনক্ষমতা বাড়াচ্ছে। অন্য দিকে, উত্তরবঙ্গে একটি সম্পূর্ণ নতুন সিমেন্ট কারখানা গড়ে তুলবে স্টার সিমেন্ট। পাশাপাশি, তিনি সমস্ত সিমেন্ট নির্মাতা সংস্থাকে বাংলায় ক্লিংকার প্ল্যান্ট সহ সুসংহত সিমেন্ট ইউনিট গড়ার আর্জি জানিয়েছেন।
মন্ত্রী বলেন, ‘রাজ্যে সমস্ত সিমেন্ট কারখানা আসলে গ্রাইন্ডিং প্ল্যান্ট। আমাদের সুসংহত সিমেন্ট কারখানা প্রয়োজন। আমি যত দূর জানি, এ ধরনের কারখানা গড়ে তুলতে আড়াই হাজার কোটি টাকার মতো লগ্নি দরকার হয়।’
আগামী দু’বছরে জেএসডব্লিউ সিমেন্ট তাদের শালবনির কারখানার উৎপাদনক্ষমতা বছরে ২৪ লক্ষ টন থেকে বাড়িয়ে ৪৮ লক্ষ টন করার পরিকল্পনা করেছে। এর জন্য তারা প্রায় দেড় হাজার কোটি টাকা বিনিয়োগ করবে।
স্টার সিমেন্ট উত্তরবঙ্গে বছরে ২০ লক্ষ টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন একটি নতুন সিমেন্ট কারখানা গড়ে তুলবে। এতে সংস্থাটি ৪০০ কোটি টাকার মতো লগ্নি করবে।
আগামী দু’বছরে ডালমিয়া সিমেন্ট শালবনির কাছে গোদাপিয়াশালের কারখানার উৎপাদনক্ষমতা ১৭ লক্ষ টন থেকে বাড়িয়ে ৪০ লক্ষ টনে নিয়ে যেতে প্রায় এক হাজার কোটি বিনিয়োগ করবে।