ডিসেম্বর ৩, ২০১৮
শেল গ্যাস উৎপাদনে রাজ্যে ২১ হাজার কোটি বিনিয়োগ

রাজ্যের শিল্পায়নের জন্য সুখবর। বাংলার রানিগঞ্জ (দক্ষিণ) ব্লকে সঞ্চিত শেল গ্যাস উৎপাদন করার লক্ষে আগামী ১০ বছরে ১৪,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন লিমিটেড (জিইইসিএল)। আগামী বছরের প্রথম অর্ধে সংস্থা শেল গ্যাস উত্তোলনের জন্য কুয়ো খোঁড়ার কাজ শুরু করবে।
প্রসঙ্গত, রানিগঞ্জেই সেল গ্যাস উৎপাদনে ৭,০০০ কোটি টাকা লগ্নি করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে এসার অয়েল অ্যান্ড গ্যাস। ফলে, শুধুমাত্র শেল গ্যাস ক্ষেত্রেই নিকট ভবিষ্যতে রাজ্যে এক বিরাট সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
রানিগঞ্জ (দক্ষিণ) ব্লকে প্রায় ২.৬২ লক্ষ কোটি ঘনফুট কোল-বেড মিথেন (সিবিএম) বা ভূগর্ভস্থ কয়লা স্তরে নিমজ্জিত মিথেন গ্যাস রয়েছে। এই বিপুল সিবিএম সঞ্চয়ের ‘আনডিসকাউন্টেড’ মূল্য প্রায় ১,৩৭৮ কোটি মার্কিন ডলার। শেল গ্যাস সঞ্চয় এর অতিরিক্ত।
ভূগর্ভস্থ কয়লা স্তরে নিমজ্জিত প্রাকৃতিক গ্যাসকে সিবিএম বলা হয়। অন্য দিকে, পাললিক শিলার গঠনস্তরে নিমজ্জিত থাকে সেল গ্যাস। অত্যন্ত সূক্ষ্ম পাললিক শিলার শেল থেকে প্রাকৃতিক গ্যাস ছাড়াও পেট্রোলিয়ম পাওয়া যায়।
বর্তমানে রানিগঞ্জের ব্লকটির ১৫৬টি কুয়ো থেকে ৫ লক্ষ ৫০ হাজার স্ট্যান্ডার্ড ঘনমিটার সিবিএম উৎপাদন করে গ্রেট ইস্টার্ন এনার্জি কর্পোরেশন। আগামী সাত থেকে আট বছরের মধ্যে সব মিলিয়ে ৩০০টি কুয়ো থেকে উৎপাদন ২৫ লক্ষ স্ট্যান্ডার্ড ঘনমিটারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি।
সৌজন্যেঃ এই সময়