ডিসেম্বর ১২, ২০১৮
বিদেশী বিনিয়োগ টানায় প্রথম বাংলা

বিদেশী বিনিয়োগ টানার ব্যাপারে দেশের সেরা বাংলা। বিদেশী বিনিয়োগ টানার ব্যাপারে রাজ্য যে ঠিক পথেই এগোচ্ছে তা স্বীকার করতে বাধ্য হল কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক।
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকে আওতাধীন ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্টিয়াল পলিসি অ্যান্ড প্রমোশান-এর পক্ষ থেকে যে সর্বশেষ তথ্য প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে অন্য সব রাজ্যের চেয়ে বাংলায় প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বাস্তবায়িত হওয়ার শতকরা হিসেবে অনেকটাই এগিয়েছে।
যেখানে অন্যান্য রাজ্যে এই সময়ে গতবারের চেয়ে অনেকটাই কম বিনিয়োগ এসেছে, সেখানে বাংলায় বিনিয়োগ আসার পরিমাণ প্রায় ১৭৭.৫৭ শতাংশ অর্থাৎ প্রায় পৌনে তিন গুণ বেড়েছে।
ডিআইপিপি-রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে ২০১৬-১৭ অর্থবর্ষে এই রাজ্যে মোট বিদেশী বিনিয়োগ এসেছিল ৩৩২ মিলিয়ন মার্কিন ডলার। সেই পরিমাণ ২০১৭-১৮ সালে বেড়ে হয়েছে ১৪১০ মিলিয়ন মার্কিন ডলার। চলতি বছরের প্রথম চার মাসে অর্থাৎ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে হয়েছে ৩৯১২ মিলিয়ন মার্কিন ডলার।