ডিসেম্বর ১৪, ২০১৮
"আরবিআই থেকে সিবিআই, কেন্দ্রীয় সরকার হায় হায়" - সংসদে ধর্ণায় তৃণমূল

আজ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ধর্ণায় উপস্থিত ছিলেন।
আরবিআই-এ হস্তক্ষেপ থেকে সিবিআইয়ের অপব্যবহার – নানা ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদরা। “দুহাজার উনিশ, বিজেপি ফিনিশ” স্লোগানে মুখরিত হয় সংসদ চত্বর।
সাংসদদের তোলা আরও কিছ স্লোগান – “আরবিআই থেকে সিবিআই, কেন্দ্রীয় সরকার হায় হায়”; “দেশ কি নেত্রী কৈসি হো? মমতা ব্যানার্জি জেইসি হো” ইত্যাদি।