ডিসেম্বর ১৭, ২০১৮
১০০ কোটি ছুঁইছুঁই এ বারের রাসমেলার বিক্রী

সকাল থেকেই থিকথিকে ভিড়। বেলা বাড়তেই যেন পা রাখার জায়গা নেই। তার প্রভাব দেখা গেল হিসেবেই। ২২ নভেম্বর মেলা শুরু হয়। কোচবিহার রাসমেলার শেষদিনে রেকর্ড বিক্রীহল। একদিনেই বিক্রীছাড়ালো প্রায় ১০কোটি টাকা। প্রথমদিনেই প্রায় আশি শতাংশ দোকানি তাঁদের পসরা নিয়ে হাজির হন।
সব মিলিয়ে এ বারে রাসমেলার বিক্রী ১০০ কোটি ছুঁইছুঁই। যা সর্বকালের রেকর্ড। কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, “১০০ কোটি টাকার মতো ব্যবসা হয়েছে। আমরা খুব খুশি।”
মেলার পক্ষে পরিবেশও ছিল অনুকূল। শীত পড়ে গিয়েছে। প্রথমদিন থেকেই তাই ভিড় হতে শুরু করে মেলা। জামাকাপড়ের দোকান থেকে খাবার, হাতে তৈরি নানা জিনিস, ঘর সাজানোর সামগ্রী-সহ নানা জিনিসপত্র বিক্রী হয়েছে দেদারে।
এ বারে আড়াই হাজার স্টল বসেছিল মেলায়। এ ছাড়াও সার্কাস, নাগরদোলা, ড্রাগন ট্রেন, মিউজিক্যাল ড্যান্স-সহ বিনোদনের নানা জিনিস এসেছিল মেলায়। জামাকাপড়, খাবারের সঙ্গে আসবাবপত্র, কাঁসা-পিতলের বাসনপত্র, বিভিন্ন মূর্তি, কাপ-প্লেটের দোকান, হাতে তৈরী নানা জিনিসের দোকান বসেছিল। হাতে তৈরী ছোট ছোট রাসচক্র বিক্রী হয়েছে মেলায়।
বাংলাদেশ থেকেও মেলামাইন, শাড়ির পসরা নিয়ে হাজির হয়েছিল দোকানিরা। জামাকাপাড় ও খাবারের দোকানে বিক্রী সব থেকে বেশী হয়েছে। এই দু’টি মিলিয়ে তিরিশ কোটি টাকার ব্যবসা হয়েছে। গড়ে প্রতিদিন প্রায় ৫-৭ কোটি টাকা বিক্রী হয়েছে বলে ব্যবসায়ী সমিতি জানিয়েছে।