ডিসেম্বর ৩, ২০১৮
প্রবীণ নাগরিকদের পুরকর ছাড়ের বয়সসীমা ৬৫ থেকে কমে হল ৬০

কলকাতা পুরসভায় প্রবীণ নাগরিক হিসেবে আগে ৬৫ বছরকে বয়সসীমা ধরা হতো। এবার তা কমিয়ে করা হল ৬০। এর জন্য কলকাতা পুর আইনের ১৭২ নম্বর ধারায় সংশোধনী আনলেন পুরমন্ত্রী। এর ফলে যাঁরা ৬৫ বছর বয়সের পরে এই সুবিধা পেতেন, তাঁরা ৬০ বছরেই সম্পত্তি করের ক্ষেত্রে সেই সুবিধা পাবেন।
এই সংশোধনীর জন্য কলকাতা পুরসভা এলাকার বহু মানুষ উপকৃত হবেন। প্রবীণ নাগরিকরা সম্পত্তি করে ১০ শতাংশ ছাড় পান। এই সিদ্ধান্ত আগেই নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রবীণের মাপকাঠির বয়স কমিয়ে দেওয়া হল।
কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৮ পেশ করে পুরমন্ত্রী এই সংশোধনীর কথা বলেন। সেই সঙ্গে বিলে উল্লেখ করা হয়েছে, এলাকাভিত্তিক কর নির্ধারণ প্রক্রিয়া তথা ইউনিট এরিয়া অ্যাসেসমেন্ট স্কিমের পর্যালোচনা করার জন্য একটি কমিটি তৈরী করা হয়েছে। যাতে ইউনিট এরিয়া অ্যাসেসমেন্টের জন্য বেশী সংখ্যক মানুষকে সুবিধে দেওয়া যায়, তার কথা ভাবছে রাজ্য সরকার। কলকাতা পুরসভা আইনে কর সংক্রান্ত ধারায় একাধিক সংশোধনী আনা হয়েছে এই জন্য।
এছাড়াও বিলে বিল্ডিং প্ল্যান নিয়েও ছাড় দেওয়া হয়েছে। আগে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পর বাড়ি তৈরী করার জন্য দু’বছর সময় দেওয়া হত। এদিনের বিলে সেই সময় বাড়িয়ে পাঁচ বছর করা হল। কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদনের পর পাঁচ বছরের মধ্যে বাড়িটি বানাতে হবে। না হলে নতুন করে তাঁকে প্ল্যান অনুমোদন করতে হবে। কলকাতা পুরসভার মূল আইনের ৩৯৮ ধারায় এই সংশোধনী আনা হয়েছে। যার ফলে কলকাতাবাসীর খুবই উপকার হবে।
সেই সঙ্গে বিলে সংশোধনী এনে বলা হয়েছে, কলকাতা পুরসভার কর্মী নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত বাছাই করবে রাজ্য মিউনিসিপাল সর্ভিস কমিশন। যা কিছুদিন আগে তৈরী হয়েছে। পাবলিক সার্ভিস কমিশনের মতোই ওই কমিশন তৈরী হয়েছে। এছাড়া কলকাতা পুরসভার ৩৯৪ নম্বর ধারায় সংশোধনী আনা হয়েছে। তাতে বলা হয়েছে, কোনও বাড়ির এক্সটেনশন হলে বা নতুন করে তৈরী করা হলে ড্রেনেজ ডেভেলপমেন্ট ফি নিতে পারবে পুরসভা।
সৌজন্যেঃ বর্তমান