ডিসেম্বর ২৯, ২০১৮
সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহ - ব্যক্তি গোপনীয়তা ও নারীর অধিকার নিয়ে সরব তৃণমূল

ক্রিসমাসের ছুটির ফলে সংসদের শীতকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহে মাত্র দুদিন চলে অধিবেশন। এক দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে তৃণমূল সংসদে মানুষের ইস্যুতে সরব হয়।
লোকসভা
২৭.১২.২০১৮
এয়ার ইন্ডিয়ার বিভিন্ন রুটে আয় বাড়ানো নিয়ে প্রশ্ন করেন দীনেশ ত্রিবেদী। বিশদে জানতে ক্লিক করুন এখানে।
তিন তালাক বিলের ওপর আলোচনায় দলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় অংশ নেন। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর তিন তালাকের বৈধতা নিয়ে কোনও তর্কের অবকাশ নেই। কিন্তু দলগত ভাবে তৃণমূল স্বামীর হাজতবাসের যে বিধান এই বিলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। তিনি আরও বলেন যে বিশদে আলোচনার জন্য বিলটিকে যৌথ সংসদীয় সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। বিশদে জানতে ক্লিক করুন এখানে।
২৮.১২.২০১৮
রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা সংক্রান্ত প্রশ্ন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিশদে জানতে ক্লিক করুন এখানে।
জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি করার সিদ্ধান্তকে অসাংবিধানিক ও খামখেয়ালী আখ্যা দিয়ে এই সিদ্ধান্তের বিরোধিতা করেন সৌগত রায়। বিশদে জানতে ক্লিক করুন এখানে।
রাজ্যসভা
২৮.১২.২০১৮
সব কম্পিউটারে নজরদারি চালাতে স্বরাষ্ট্রমন্ত্রক যে বিজ্ঞপ্তি জারি করেছিল, সেই ইস্যুতে রাজ্যসভায় ২৬৭ ধারায় আলোচনা দাবি করে নোটিস দেয় তৃণমূল। কিন্তু হৈ-হট্টগোলের কারণে সভা মুলতুবি হয়ে যায়।