সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৫, ২০১৮

উত্তরবঙ্গে ৪,৫০০ কোটি টাকার বিনিয়োগ

উত্তরবঙ্গে ৪,৫০০ কোটি টাকার বিনিয়োগ

নতুন বছরে ১৫টি নয়া শিল্পতালুক উপহার পেতে চলেছে উত্তরবঙ্গ৷ সাড়ে চার হাজার কোটিরও বেশী বিনিয়োগের সম্ভাবনা। পাহাড়, জঙ্গল, চা-বাগান সমৃদ্ধ উত্তরবঙ্গকে শিল্প বিনিয়োগের অন্যতম ঠিকানা করে তুলতে রাজ্যের এই উদ্যোগ৷ ইতিমধ্যে ছ’টি শিল্পতালুক তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ তালিকায় রয়েছে দার্জিলিং এবং কালিম্পং৷ গত ২১শে ডিসেম্বর শিলিগুড়িতে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিস আয়োজিত অনুষ্ঠানে একথা জানিয়েছেন অর্থমন্ত্রী অমিত মিত্র ৷ অনুষ্ঠানে শিল্পোদ্যোগীদের তরফে আরও প্রায় তিন হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে ৷

অর্থমন্ত্রী বলেন, “উত্তরবঙ্গে সাড়ে চার হাজার কোটির টাকারও বেশী বিনিয়োগ হতে চলেছে ৷ এর মধ্যে এক হাজার কোটি টাকা বিনিয়োগ সম্পূর্ণ হয়েছে ৷ এদিন আরও ২ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে ৷” রাজ্যের তরফে উত্তরে বিনিয়োগ সংক্রান্ত প্রস্তাবগুলি বিশ্বের শিল্পোদ্যোগীদের সামনে তুলে ধরতে বেঙ্গল বিজনেস সামিটে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, এর ফলে উত্তরবঙ্গে বিনিয়োগ আরও বাড়বে৷

নতুন শিল্পতালুকগুলি গড়ে তোলা হবে মালদহ, দক্ষিণ দিনাজপুরের হিলি, জলপাইগুড়ি, দার্জিলিং জেলার মাটিগাড়া, কালিম্পং, আলিপুরদুয়ার জেলার এথেলবাড়ি ও জয়গাঁ এলাকায়৷ কালিম্পংয়ে দশ একর জমিতে গড়া হবে শিল্পতালুক৷ সেখানে অন্তত ১০ জন শিল্পোদ্যোগী বিনিয়োগ করতে পারবেন৷

সিআইআই ও শিল্প দপ্তর সূত্রে জানা গিয়েছে, চলতি আর্থিক বছরে শিলিগুড়ির পাঁচটি শিল্পতালুকে ৩৩০ কোটি টাকা ব্যবসা হয়েছে ৷ গৌড়বঙ্গ শিল্প তালুকে ব্যবসা হয়েছে ২৫৭ কোটি টাকা৷ শিল্প দপ্তরের কর্তাদের আশা আগামী বছর অতিরিক্ত আরও ১৫২ কোটি টাকার ব্যবসা হবে৷

জানা গিয়েছে, উত্তরের শিল্পতালুকগুলিতে প্রায় ৯৯৪ কোটি টাকা চলতি আর্থিক বছরে বিনিয়োগ হয়েছে৷ আরও প্রায় ৯৭১ কোটি টাকা বিনিয়োগের কাজ চলছে ৷ আগামী আর্থিক বছরে ২ হাজার ৭০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে |