সাম্প্রতিক খবর

অক্টোবর ১১, ২০১৮

পুজোর ভিড় সামলাতে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী নতুন বাস

পুজোর ভিড় সামলাতে কলকাতা থেকে উত্তরবঙ্গগামী নতুন বাস

পুজোর সময় অনেকেই দার্জিলিং ও ডুয়ার্সে ঘুরতে যান। উৎসবের মরসুমে পর্যটকদের ভিড় লেগে থাকে উত্তরবঙ্গে। অনেক মাস আগে থেকেই শেষ হয়ে যায় ট্রেনের টিকিট। তাই যাত্রী সুবিধার্থে, বাড়তি সাতটি নতুন বাস চালু করা হল রাজ্য পরিবহন দপ্তরের উদ্যোগে।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বাস ডিপোতে ৪ঠা অক্টোবর এই পরিষেবার সূচনা হয়। সাতটি বাসে মধ্যে তিনটি শীতাতপ নিয়ন্ত্রিত। এই বাসগুলি চলবে কলকাতা ও শিলিগুড়ির মধ্যে। দুটি বাস চলবে কলকাতা ও রায়গঞ্জের মধ্যে। আর দুটি বাস চলবে কলকাতা ও বালুরঘাটের মধ্যে।

ইতিমধ্যেই, রাজ্য সরকার প্রত্যেকটি জেলা সদরের সাথে কলকাতার সংযোগ স্থাপন করতে ‘বাংলাশ্রী’ বাস পরিষেবা চালু করেছে।