অক্টোবর ১২, ২০১৮
পরিবেশ রক্ষার জন্য কমিটি গড়লেন মুখ্যমন্ত্রী

পরিবেশ রক্ষার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে এক ছয় সদস্যের কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেহালায় একটি দুর্গা পুজোর উদ্বোধন করতে গিয়ে পরিবেশ রক্ষার বিষয়ে বক্তব্য রাখেন।
পরিবেশ সংক্রান্ত রাষ্ট্রসংঘের সদ্য প্রকাশিত বার্ষিক রিপোর্টের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা করতে সকলের সচেতন হওয়া দরকার।
মুখ্যমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক যে মানুষ যে অঞ্চলে নিজেরা বাস করে, সেই অঞ্চলটিও পরিচ্ছন্ন রাখেন না। শহর পরিষ্কার রাখতে কলকাতার বিভিন্ন প্রান্তে কম্প্যাক্টর মেশিন বসানো হয়েছে। তবুও, কিছু মানুষ জলাশয়ে নোংরা ফেলেন। এটা ঠিক নয়।
তিনি গত সপ্তাহে শ্রীভূমির দুর্গাপুজো উদ্বোধনে গিয়ে ‘সেভ গ্রীন, স্টে ক্লীন’ স্লোগান দেন। তিনি জনপ্রতিনিধিদের তাদের অঞ্চল পরিচ্ছন্ন রাখার আবেদন জানান।