সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২৩, ২০১৮

নিউটাউনে এবছর পৌষমেলা, উদ্যোগ হিডকোর

 নিউটাউনে এবছর পৌষমেলা, উদ্যোগ হিডকোর

শান্তিনিকেতনের পৌষ মেলা ২৯ তারিখ শেষ হয়ে গেলেও তার আমেজ থাকবে কলকাতা পৌষ মেলাতে৷ চলতি বছরের কলকাতা পৌষ মেলা শুরু হবে আজ থেকে৷ আর চলবে ৩০ তারিখ পর্যন্ত৷ নিউটাউনের রবীন্দ্রতীর্থে এবারে বৃহৎ আকারে শুরু করা হচ্ছে এই কলকাতা পৌষ মেলা৷ যেখানে সারা রাজ্যের সাতটি জেলা থেকে ৩০ জন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জায়গা করে দেওয়া হয়েছে৷ যাতে তারা তাদের শিল্পকলাকে শহুরে মানুষের কাছে বিপণন করতে পারেন৷

এই মেলার যে চাহিদা মানুষের মধ্যে দিনে দিনে বেড়ে গিয়েছে তা প্রতিফলিত হয়েছে মানুষের কাছে থেকে বারংবার এই মেলার বিষয়ে উৎসুক আবেদনকে লক্ষ্য করেই৷ সেই কারণে এবারে এই মেলাকে ফের একবার শুরু করা হচ্ছে৷ আর পৌষ উৎসব মানেই হল নানান ধরনের সাংস্কৃতি অনুষ্ঠানের সম্ভার৷ সেই কারণে এবারে নিউটাউনের রবীন্দ্র তীর্থে আয়োজিত হতে চলা এই পৌষ উৎসবে সাত দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে৷ তারসঙ্গেই এবারের মঞ্চকেও সাজিয়ে তোলা হচ্ছে আলাদা রকম করে৷ যেখানে শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের দ্বারা আয়োজিত সেই মেলার গন্ধ যাতে মানুষ এই কলকাতা পৌষ মেলাতেও পেতে পারেন৷

শান্তিনিকেতনে পৌষ মেলার মূল আকর্ষণ ভাঙা মেলা৷ সেই বিষয়টিকে মাথায় রেখেই এবারের নিউটাউনের ওই পৌষ উৎসবে আরও একটি অতিরিক্ত দিন সংযোজিত করা হয়েছে৷ যাতে যারা পৌষ মেলাতে শান্তিনিকেতনে যাবেন তারাও যাতে ফিরে এসে এই নিউটাউনের রবীন্দ্রতীর্থের পৌষ উৎসবে যোগদান করতে পারেন৷

এবারের এই মেলাতে অনেক প্রথিতজশা শিল্পীরা এখানে আসবেন৷ এই প্রথমবার শান্তিনিকেতনের পৌষ মেলা শেষ হয়ে গেলেও সেখানে রাজ্যের তরফে নতুন একটি মেলার আয়োজন করা হচ্ছে৷ যার নামে দেওয়া হয়েছে গীতবিতান মেলা৷ মাত্র ৩ দিনের জন্য এই মেলার আয়োজন করা হবে বলেই জানা গিয়েছে৷ শান্তিনিকেতনে যে থিম সিটি রাজ্যের পক্ষ থেকে গড়ে তোলা হচ্ছে সেখানেই এই মেলাকে এই প্রথমবার আয়োজন করা হবে বলে জানানো হয়েছে হিডকোর পক্ষ থেকে৷

চলতি মাসের ২৯ তারিখ থেকে শুরু করে ৩১ তারিখ পর্যন্ত ওই মেলা শিবতলায় আয়োজন করা হবে৷ মানুষের যাতে যেতে কোনও সমস্যা না হয় তার জন্য মূল রাস্তা থেকে ঢিল ছোড়া দূরেই এই মেলা শুরু করা হবে৷ একটি বেসরকারি সাংস্কৃতিক সংস্থা এই মেলার আয়োজন করবে৷ একেবারে শান্তিনিকেতনের সোনাঝুড়ির হাটের আদলে মাটিতে রেখেই সব বিকিকিনি করা হবে এই মেলাতে৷ ওই মেলাতে বাউল থেকে শুরু করে বাংলার গ্রামের নানান ধরনের গানের সম্ভার রাখা হবে৷

সৌজন্যেঃ ৩৬৫ দিন