ডিসেম্বর ১৮, ২০১৮
কর্মসংস্থানের দাবিতে সংসদে ধর্ণায় তৃণমূল

আজ সংসদ চত্বরে গান্ধীমূর্তির পাদদেশে কর্মসংস্থানের দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্ণা দেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। লোকসভা ও রাজ্যসভার সাংসদরা এই ধর্ণায় উপস্থিত ছিলেন।
ধর্ণা থেকে স্লোগানের মাধ্যমে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদরা। “ভাষণ নয়, চাকরি চাই” স্লোগানে মুখরিত হয় সংসদ চত্বর।
সাংসদদের তোলা আরও কিছ স্লোগান – “দিদি তুমি এগিয়ে চল, দেশ তোমার সাথে আছে”; “লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই” ইত্যাদি।