অক্টোবর ৮, ২০১৮
প্রকাশিত হল জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫

প্রতি বছরের মত এবছরও জাগো বাংলা উৎসব সংখ্যা ১৪২৫ প্রকাশ করা হল মহালয়ার পুণ্যলগ্নে। প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পত্রিকার প্রকাশ করা হয়।
প্রতিবারের মতো এবারও বইটির প্রচ্ছদটি এঁকেছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মূল প্রচ্ছদের লেখাটিও লিখেছেন তিনিই। বিভিন্ন বিষয়ে কলম ধরেছেন অন্যান্য নেতা নেত্রীরা।
এই বইটিতে থাকছে রাজ্য সরকারের উন্নয়নের কথা, নিবন্ধ, সাক্ষাৎকার, নাটক, এছাড়াও বিভিন্ন বিষয়। শুধু এই নয়, বহু স্বনামধন্য লেখকের লেখাও থাকছে এখানে। বহু কবি লিখেছেন অসাধারণ কিছু কবিতা।
সব মিলিয়ে প্রতিবারের মত জাগো বাংলার এই উৎসব সংখ্যাটিও এককথায় আনপুটডাউনেবেল হতে চলেছে। সারা রাজ্যে যে কোনো পুজো প্যান্ডেলে জাগো বাংলার স্টলগুলি থেকে সহজেই এই বইটি সংগ্রহ করা যাবে। বিজয়া দশমী থেকে অনলাইনেও পড়তে পারেন আপনি এই উৎসব সংখ্যা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশ:
উপস্থিত সকলকে আমার ধন্যবাদ ও শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন।
জাগো বাংলা আমাদের প্রথম পত্রিকা, স্বপ্নের পত্রিকা, কুৎসা রাজনীতি নেই এখানে।
কাউকে আনন্দ না দিতে পারি দুঃখ দেব না, এটাই আমাদের শপথ।
এলাকার শান্তি রক্ষা করুন, মানুষের সাথে ও পাশে থাকুন।
ধর্ম তোমার, ধর্ম আমার,কিন্তু উৎসব সবার।