ডিসেম্বর ১৮, ২০১৮
রাজ্যে বস্ত্র শিল্পে ২০ লক্ষ কর্মসংস্থান হয়েছেঃ অমিত মিত্র

এ রাজ্যে পোশাক শিল্পে ২০লক্ষ লোকের কাজ হয়েছে৷ আরও ১০লক্ষ লোকের কর্মসংস্থান হবে৷ সায়েন্স সিটিতে বণিকসভা বিসিসিজাই এবং একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত ১৭তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র৷
তিনি বলেন, কর্মসংস্থান বাড়াতে পোশাক শিল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ রাজ্যে ৬টি শিল্প পার্ক হয়েছে৷ সেখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে৷ ৮টি সরকারি পার্কে পোশাক শিল্পে ইতিমধ্যে ২০লক্ষ মানুষ কাজ পেয়েছেন৷ আরও অন্তত ১০লক্ষ লোকের কাজ হবে৷ নথিভুক্ত নয়, এমন ক্ষেত্র ধরলে এখন এ রাজা অন্তত ৪০ লক্ষ মানুষ পোশাক শিল্পে জড়িত৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে রিটেলিংয়ে যুক্ত করতে পরিকল্পনা করা হচ্ছে৷
অর্থমন্ত্রী বলেন, মেটিয়াবুরুজ এলাকায় পোশাক শিল্পে ২৫হাজার কোটি টাকার বাবসা হয়৷ কিন্তু সেখানকার উৎপাদকরা তাঁদের পণ্য প্রদর্শন করতে পারেন না| চেষ্টা করা হচ্ছে যাতে তাঁরা তাঁদের পণ্য প্রদর্শন করতে পারেন৷ এটা হলে নতুন দিক খুলে যাবে৷ পাশাপাশি মন্ত্রী বলেন, হলদিয়া বন্দরকে বাবহার করে বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ তাদের পণ্য পরিবহণ করতে পারে৷ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত৷ মেলায় বাংলাদেশ-সহ ইরান, থ্যাইল্যান্ডের পণা পাওয়া যাচ্ছে৷