ডিসেম্বর ২৬, ২০১৮
রাজ্যের স্কুলগুলিতে ক্লাসরুমের দেওয়ালে টাঙানো হবে সিলেবাস

রাজ্য স্কুলশিক্ষা দপ্তর নিয়েছে এক অভূতপূর্ব সিদ্ধান্ত। রাজ্যের স্কুলগুলিতে ক্লাসরুমের দেওয়ালে রঙিন পোস্টারে সেই ক্লাসের পড়ুয়াদের সিলেবাস ও শিক্ষক/শিক্ষিকা কি পড়াবেন, তা লিখে টানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। এর ফলে সেই বছর পড়ুয়ারা নতুন কি কি শিখতে পারবে, সেই বিষয়ে আগ্রহী হয়ে উঠবে তারা, এমনটাই ধারণা দপ্তরের।
রাজ্যের স্কুলগুলির প্রাথমিক স্তর থেকে দ্বাদশ শ্রেণীর সমস্ত ক্লাসে এই ধরনের পোস্টার টাঙানো হবে। একই রকম পোস্টার ক্লাসরুমের বাইরেও টাঙানো হবে, যাতে অভিভাবকরাও জানতে পারবেন তাদের সন্তানদের কি পড়ানো হচ্ছে।
পড়ুয়ারা নতুন শিক্ষা কতটা গ্রহণ করতে পারছে, সেই বিষয়ে অভিভাবকদের অবগত করতে শিক্ষা দপ্তর জোর দিচ্ছ নিয়মিত অভিভাবক-শিক্ষক/শিক্ষিকার মিটিঙের ওপর।