সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১০, ২০১৮

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় ব্লকচেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় ব্লকচেন নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

রাজ্য সরকারের তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তরের উদ্যোগে আগামী ১৮-১৯ ডিসেম্বর নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে চলেছে ব্লকচেন নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলকোন। ব্লকচেন কংগ্রেস শীর্ষক এই সম্মেলনে সারা বিশ্বের বিশেষজ্ঞরা তাদের বক্তব্য রাখবেন।

নলেজ শেয়ারিং, কর্মশালা, সচেতনতা বাড়ানোর মাধ্যমে রাজ্যে ব্লকচেন প্রযুক্তির জন্য উপযুক্ত পরিবেশ তৈরী করাই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এই প্রযুক্তির ব্যবহার যেসব ক্ষেত্রে হয় – যেমন, শিল্প, শিক্ষা, স্টার্ট আপ, সরকার ইত্যাদি – সেই সব সংস্থাগুলির জন্য মত বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এই সম্মেলন।

বিশেষজ্ঞদের মতে, ইন্টারনেটের পর ব্লকচেনই সবথেকে অত্যাধুনিক ‘ডিসরাপটিভ’ প্রযুক্তি। আশা করা যায়, ২০২০ সালের মধ্যে প্রায় ৫০% আর্থিক সংস্থা ব্লকচেন প্রযুক্তি ব্যবহার করবে। অর্থনৈতিক সংস্থা ছাড়াও অন্যান্য সংস্থাও এই প্রযুক্তি গ্রহণ করবে বলেই ধারণা বিশেষজ্ঞ মহলের।

তাছাড়া, ব্লকচেন প্রযুক্তি আগামী দিনে চাকরির বাজারে অনেক সুযোগ এনে দেবে। সেই কারণে, রাজ্য সরকার প্রতি মাসে এই প্রযুক্তি সম্বন্ধে নলেজ কর্মশালার আয়োজন করছে।

ইতিমধ্যেই বাংলায় নিত্যনতুন প্রযুক্তি ব্যবহারে জোর দিচ্ছে রাজ্য সরকার। অ্যানিমেশন, ৩-ডি প্রিন্টিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এমবেডেড টেকনোলজি, সাইবার নিরাপত্তা ইত্যাদি বিষয়ে দেশের সেরা হওয়ার লক্ষ্যে সমস্ত প্রয়োজনীয় কাজ মা, মাটি, মানুষের সরকার।