ডিসেম্বর ২৪, ২০১৯
পড়ুয়াদের কন্ঠরোধ করার প্রবণতা অনভিপ্রেতঃ মমতা বন্দ্যোপাধ্যায়

দিল্লি এবং উত্তর প্রদেশে সিএএ এবং এনআরসি বিরোধী প্রতিবাদ মিছিলে পুলিশ বাহিনীর অকথ্য অত্যাচারের ঘটনায় ইতিমধ্যেই সারা দেশ সরগরম। এ নিয়ে আগেই কেন্দ্রীয় সরকারকে ধিক্কার জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রতিবাদ মিছিল করায় আইআইটি কানপুরের ছাত্রদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনতে চলেছে তাদের কলেজ কর্তৃপক্ষ। আজ এই বিষয়ে একটি ফেসবুক পোস্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
“সিএএ ও এনআরসি নিয়ে প্রতিবাদ করায় জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের অত্যাচার করে পুলিশ। এই পড়ুয়াদের পাশে থেকে একই দাবীতে প্রতিবাদ মিছিল করায় আইআইটি কানপুরের পড়ুয়াদের সঙ্গে যা করা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। এই প্রতিবাদী মিছিলে যারা অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে একটি কমিটি গঠন করা হয়েছে।” লেখেন তিনি।
দিদি আরও লেখেন, “গণতান্ত্রিক দেশে প্রত্যেক মানুষের নিজের মত প্রকাশের স্বাধীনতা আছে। এরকম একটি প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের কন্ঠরোধ করার প্রবণতা খুবই অনভিপ্রেত।”
তিনি জানিয়ে দেন, আমরা সিএএ ও এনআরসি বিরোধী মিছিলে অংশ নেওয়া প্রতিটি পড়ুয়ার পাশে আছি।