ডিসেম্বর ১, ২০১৮
সুন্দরবনে নয়া পর্যটন কেন্দ্র মৎস্য নিগমের

নামখানা থেকে মেরেকেটে ১২ কিলোমিটার। পর্যটনে জোয়ার আনতে দক্ষিণ ২৪ পরগনার চন্দনপিঁড়়িতে নতুন পর্যটন কেন্দ্র গ়ড়ে তুলছে মৎস্য উন্নয়ন নিগম। সপ্তমুখী নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এই ‘ইকো ফিশ টুরিজম’ প্রকল্পে খরচ ধরা হয়েছে প্রায় ১১ কোটি টাকা। ২০২০ সালের শুরুতেই এই কেন্দ্রের দরজা খুলে দেওয়া হবে বলে জানান মৎস্যমন্ত্রী।
প্রায় দেড় হেক্টর জায়গা জুড়ে এই প্রকল্পে পর্যটকদের জন্য থাকছে চারটি কটেজ। ৬০০ বর্গফুটের চারটি ঘর জলের উপরেই। প্রতিটি ঘরে দু’জন করে মোট আট জন থাকতে পারবেন। সমুদ্র ও নদীর মিলনস্থলে সুন্দরবনের ম্যানগ্রোভের সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকেরা। তৈরী হচ্ছে নতুন জেটি, নতুন রাস্তা।
লুটিয়ান্স দ্বীপ বা ভগবতীপুরের কুমির প্রকল্প দেখানো হবে অত্যাধুনিক লঞ্চে। ওখানে মাছ চাষও হবে। প্রাধান্য পাবে চিংড়ি। রুই, কাতলা, মৃগেলেরও চাষ হবে। পর্যটকদের বিনা পয়সায় মাছ ধরার সুযোগ থাকছে।
পর্যটকদের জন্য প্রায় ৫০ ফুট উঁচু একটি ‘ওয়াচ টাওয়ার’ বা নজরমিনার গড়ে তোলা হচ্ছে। সেই নজরমিনার থেকে সুন্দরবন, সমুদ্রের দৃশ্য উপভোগ করা যাবে। সেই সঙ্গে থাকছে একটি ক্যাফেটারিয়া, রেস্তোরাঁ ও চিলড্রেন্স পার্ক।
পর্যটকদের সুন্দরবনের বাঘ দেখানোরও ব্যবস্থা হবে।