সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৯, ২০১৯

কলকাতায় নামছে সিএনজি চালিত বাস

কলকাতায় নামছে সিএনজি চালিত বাস

ব্যাটারিচালিত বাস চালিয়ে মিলেছে সাফল্য। বেড়েছে যাত্রীসংখ্যাও। এবার কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বা সিএনজি চালিত বাস শহরের বুকে চালাতে উদ্যোগী হচ্ছে রাজ্যের পরিবহণ দপ্তর। গত ৬ই ডিসেম্বর বিধানসভায় এমনই জানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী।

তিনি বলেন, পরিবেশ দূষণ নিয়ে আমরা চিন্তিত। সেকারণেই ব্যাটারিচালিত বাস চালানোর উপরে গুরুত্ব দিয়েছি। তবে সিএনজি চালিত গাড়ি চালানো নিয়ে পরিকল্পনা দীর্ঘদিনের।

কলকাতায় সিএনজি চালিত বাসের চাহিদা রয়েছে। কিন্তু রিফুয়েলিং স্টেশন না থাকায় তা চালানো যেত না। তবে এবার কসবা পরিবহণ দপ্তরের ডিপোতে সিএনজি রিফুয়েলিং স্টেশন তৈরী করা হয়েছে। ফলে সিএনজি বাস এই প্রথম শহরের বুকে নামতে চলেছে।

পরিবহণ দপ্তর সূত্রে খবর, দুর্গাপুর থেকে গাড়িতে কন্টেনারের মাধ্যমে সিএনজি চালিত বাস আনা হবে সংশ্লিষ্ট স্টেশনে। দপ্তরের এক কর্তার কথায়, এটি আপাতত পরীক্ষামূলকভাবে চালু হবে। তারপর পরিকাঠামো এবং গ্যাসের পাইপলাইন হয়ে গেলে আরও বেশি সিএনজি চালিত বাস চালু করা হবে।