সাম্প্রতিক খবর

ডিসেম্বর ২১, ২০১৯

এবার ১৫ দিনের মধ্যে বিল্ডিং প্ল্যানের আবেদনের অনুমোদন

এবার ১৫ দিনের মধ্যে বিল্ডিং প্ল্যানের আবেদনের অনুমোদন

কলকাতা পুরসভা এলাকায় কোনও বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য আবেদন জমা দিলে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করতে উদ্যোগী হচ্ছে কলকাতা পুরসভা। এর জন্য একটি কমিটি গঠন করার কথা হবে। মেয়র পরিষদের বৈঠকের পর মেয়র জানান, বিল্ডিং প্ল্যানের অনুমোদনের জন্য এখন ই-সাবমিশন করা যায়। আমরা পরিবেশ দপ্তর, আরবান ল্যান্ড সিলিং বিভাগ, বিমানবন্দর, বন্দর সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা দপ্তরের কর্তাদের নিয়ে এই কমিটি করব।

পুরসভার কাছে আবেদন জমা পড়লে তা ওই কমিটির মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে খুব তাড়াতাড়ি আবেদনের নিষ্পত্তিও করা যাবে। এই সিদ্ধান্তের ফলে শহরে ব্যবসা করতে চাওয়া উদ্যোগপতিদের অনেকটা সুবিধা হবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

মেয়র আরও বলেন, কোনও জায়গায় বাড়ি তৈরীর অনুমোদন দিতে গেলে কলকাতা পুরসভার ‘জলাভূমি সংরক্ষণ কমিটি’র ছাড়পত্র লাগে। এখন থেকে এই কমিটির ছাড়পত্রের পরও ওই নির্দিষ্ট জমির গত ২০ বছরের অ্যাসেসমেন্ট রেকর্ড খতিয়ে দেখা হবে। যদি দেখা যায়, ২০ বছরের মধ্যে নির্দিষ্ট ওই জমিতে কখনও জলাশয় ছিল, তাহলে ফের আবেদনপত্রটি বিবেচনার জন্য জলাভূমি সংরক্ষণ কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। এর ফলে জলাশয় ফিরিয়ে আনার কাজও গতি পাবে বলে আশা প্রকাশ করেন মেয়র।

সৌজন্যেঃ বর্তমান