ডিসেম্বর ২৬, ২০১৮
বাজার ও ঘিঞ্জি এলাকায় ভ্রাম্যমাণ বায়ো-টয়লেট

নিউ মার্কেট, হাতিবাগান এলাকার মতো শহরের ব্যস্ত, জনবহুল এলাকায় সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ বায়ো টয়লেট বসানোর পরিকল্পনা নিল কলকাতা পুরসভা ৷ বিশেষ করে শহরের বাজার ও ঘিঞ্জি এলাকাগুলিতেই নজর দেওয়ার পরিকল্পনা পুরসভার ৷
কলকাতা নতুন মহানাগরিক দায়িত্ব পাওয়ার পরই এ বিষয়ে উদ্যোগী হয়েছেন৷ এ প্রসঙ্গে মেয়র পারিষদ (বস্তি উন্নয়ন) বলেন, বাজার এবং বিশেষ করে ঘিঞ্জি এলাকায় একটা বড় সমস্যা! মহিলারা সমস্যায় পড়েন৷ নিউ মার্কেট, হাতিবাগান, গড়িয়াহাট মার্কেটের মতো এরকম বেশ কয়েকটি জনবহুল জায়গা রয়েছে, যেখানে সারাদিনই মানুষের আসা-যাওয়া! শহরতলি, জেলা থেকেই এই সব বাজারে মানুষ আসেন৷
উদাহরণ হিসেবে যদি নিউ মার্কেটকেই ধরা হয়, সেখানেও একটা সুলভ রয়েছে ৷ কিন্তু মূল বাজার থেকে বেশ দূরে ৷ তাই এবার বাজার চত্বরেই ভ্রাম্যমাণ বায়ো-টয়লেটের ভাবনা ৷ সুলভ ক্ষেত্রে জায়গার অভাবই বড় সমস্যা৷ ফুটপাথ কিংবা রাস্তার মাঝে আইল্যান্ড, যেখানে জায়গা পাওয়া গেছে, সেখানে সুলভ তৈরী করে দেওয়া হয়েছে৷ কিন্তু বাজার কিংবা ঘিঞ্জি এলাকায় জায়গার অভাব৷ তাই ভ্রাম্যমাণ বায়োটয়লেটের প্রস্তাব দেওয়া হয়েছে৷ মেয়রও উদ্যোগী হয়েছেন৷
পুর আধিকারিকদের কথায়, কলকাতা পুর এলাকায় ৩৮৩টি সুলভ রয়েছে ৷ এগুলি মূলত স্বনির্ভর গোষ্ঠীর তত্বাবধানে চলে৷ বাজার এলাকায় সুলভ সে অর্থে নেই ৷ তবে বাজার থেকে একটু দূরে রয়েছে৷ কলকাতার ব্যস্ত ও ঘিঞ্জি এলাকায় একাধিক বায়ো-টয়লেট রাখা দরকার ৷ কারণ, মানুষের ভিড় যেখানে, সেখানে একটা দিয়ে সামাল দেওয়া যায় না৷ পুজোর সময় মণ্ডপগুলিতে বায়ো টয়লেট পাঠানো হয় ৷ এবার ব্যস্ত, জনবহুল এলাকায় ভ্রাম্যমাণ বায়ো টয়লের্টের ভাবনা ৷
সৌজন্যেঃ আজকাল