সাম্প্রতিক খবর

ডিসেম্বর ১৪, ২০১৮

বাংলা সঙ্গীত মেলা - আজ শুরু হচ্ছে সঙ্গীতের মহা আসর

বাংলা সঙ্গীত মেলা - আজ শুরু হচ্ছে সঙ্গীতের মহা আসর

বাংলা সঙ্গীত মেলা। আজ থেকে শুরু হচ্ছে সঙ্গীতের মহা আসর। আলিপুরের ‘উত্তীর্ণ’ মঞ্চ থেকে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ২১ তারিখ পর্যন্ত চলবে সঙ্গীত মেলা। এর পাশাপাশি বিশ্ববাংলা লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৮ তারিখ একতারা মুক্ত মঞ্চে। একই মঞ্চ থেকে এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

এই সঙ্গীত মেলা শীতের শহরের অন্যতম আকর্ষণ। ছৌ থেকে বাউল – বাংলার গানকে বিশ্বের দরবারে পৌছে দেওয়ার উদ্যোগ। কলকাতার ১০টি মঞ্চের পাশাপাশি, রাজ্যের বিভিন্ন মঞ্চে চলবে অনুষ্ঠান। অংশ নেবেন ২০০০ গায়ক, ৪৫০ যন্ত্রবাদক এবং ১৮০ জন গ্রন্থিক। দেশের গন্ডি পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড থেকেও অংশ নেবেন শিল্পীরা।

এই মেলার কার্টেন রেজার অনুষ্ঠানে গত ৯ই ডিসেম্বর রঙ-বেরঙের পোশাকে ররীন্দ্র সদন চত্বর মাতিয়েছিলেন লোকশিল্পীরা। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই গোটা উদ্যোগ। উচ্ছ্বসিত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ও।

এই প্রথম এই মেলায় অংশ নেবে ৩২টি স্কুল ও ১৬টি কলেজের পড়ুয়ারা। রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতা ও কর্মশালায় যে সকল তরুণ শিল্পীরা অংশ নেয়, তারাও অংশ নেবেন এই মেলায়।

রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, রবীন্দ্র ওকাকুরা ভবন, ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ, মোহরকুঞ্জ, হেদুয়া পার্ক, মধুসূদন মুক্ত মঞ্চ, একতারা মুক্ত মঞ্চ, দেশপ্রিয় পার্ক, রাজ্য সঙ্গীত আকাদেমি মুক্ত মঞ্চে এই মেলা অনুষ্ঠিত হবে। গত বছর এই মেলা অনুষ্ঠিত হয়েছিল ৯টি জায়গায়। দেশপ্রিয় পার্কে বাংলার বিখ্যাত ব্যান্ড ও তরুণ শিল্পীরা অংশ নেবে।

ডিসেম্বরের ১৫ থেকে ২২ পর্যন্ত শহরের নানা জায়গায় অনুষ্ঠিত হবে পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা। নন্দনের গগনেন্দ্র প্রদর্শনশালায় বাংলার বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রদর্শনী হবে “বাংলার লোকবাদ্য” শিরোনামে।
ডিসেম্বরের ২২ তারিখ একতারা মুক্ত মঞ্চে আধুনিক বাংলা গান ও বাংলা চলচ্চিত্রের সঙ্গীত নিয়েও আলোচনা হবে।

রবীন্দ্রসদনে ডিসেম্বরের ২২ তারিখ সারারাতব্যাপী সঙ্গীত অনুষ্ঠান হবে।