ডিসেম্বর ১৯, ২০১৮
রাজ্যে ম্যানেজমেন্ট বিশ্ববিদ্যালয় উন্নীত হবে আইআইএসডবলুবিএম

বিশ্ববিদ্যালয়ে উন্নীত হতে আরও একধাপ এগোল এশিয়ার প্রাচীনতম ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইআইএসডবলুবিএম।
শিক্ষামন্ত্রী বলেন, “আইআইএসডবলুবিএম বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়া নিয়ে বোর্ড অফ গভর্নরসের বৈঠকে আলোচনা হয়েছে। সদস্যরা সম্মতি জানিয়েছেন। শিক্ষক ও অশিক্ষক কর্মীদের সঙ্গে আলোচনা হবে।”
২০১৯সালে ৩১তম নতুন রাজ্য বিশ্ববিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করবে আইআইএসডবলুবিএম। গত সাত বছরে ১৮টি বিশ্ববিদ্যালয় গড়েছে রাজ্য সরকার।
কয়েকদিন আগে রাজ্যের দ্বিতীয় মহিলা বিশ্ববিদ্যালয় কন্যাশ্রী ও হরিচাঁদ গুরুচাঁদের নামে বিশ্ববিদ্যালয় বিল বিধানসভায় পাস হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরের অধীন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ৩০। রাজ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে আরও ১০টি।
প্রসঙ্গত, আইআইএসডবলুবিএম-এর দ্বিতীয় ক্যাম্পাস গড়তে নিউটাউনে ইতিমধ্যেই জমি দিয়েছে রাজ্য সরকার।