ডিসেম্বর ৫, ২০১৮
দমকলেও কর্মী কল্যাণে গঠন পর্ষদ

দমকলের কর্মীদের দাবি মত সুযোগসুবিধা দিতে কল্যাণ পর্ষদ গঠন করল রাজ্য সরকার। পুলিশ ও কারা দপ্তরের মতোই গাড়ির চালক বা ‘ফায়ার ফাইটার’ থেকে অফিসারদের নিয়ে গঠিত হচ্ছে জেলাওয়ারি পর্ষদও। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদিত হয়।
দমকলমন্ত্রী বলেন, ‘যারা দিনরাত আগুনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাঁদের স্বার্থেই ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিসেস ওয়েলফেয়ার বোর্ড গঠন করা হল।’
আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে বোর্ড। কি কি কাজ করতে হবে তাদের উন্নয়নে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বোর্ড বাজেট দেবে ও বিশেষ কিছু সুপারিশ করবে। সেই মত কাজ হবে।
পুলিশে এরকম পর্ষদ রয়েছে। কারা দপ্তরের ক্ষেত্রেও কিছুদিন আগে পর্ষদ তৈরী করা হয়। গঠন করা হবে জেলাওয়াড়ি পর্ষদ। দমকলের অধিকর্তা পর্ষদের চেয়ারম্যান নিযুক্ত হবেন। ষ্টেশন অফিসাররা যেমন সদস্য থাকবেন তেমনই ফায়ার অপারেটর, চালকদের মধ্য থেকেও প্রতিনিধি থাকবেন পর্ষদে।