ডিসেম্বর ২১, ২০১৮
ব্লকচেন কেন্দ্র তৈরী করবে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর

ব্লকচেন কেন্দ্র তৈরী করবে রাজ্য তথ্যপ্রযুক্তি দপ্তর। ইন্ডিয়ান স্ট্যাটিসটিকাল ইনস্টিটিউট এর সহযোগিতায় এই ব্লকচেন সেন্টার অফ এক্সসেলেন্স গড়তে চলেছে রাজ্য সরকার। সমস্ত অংশীদারদের পরামর্শ এবং প্রশিক্ষণ দেওয়া হবে এই কেন্দ্রে।
বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ইতিমধ্যেই দু’দিনব্যাপী ‘গ্লোবাল ব্লকচেন কংগ্রেস’ অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানেই রাজ্য তথ্যপ্রযুক্তি ও ইলেক্ট্রনিক্স দপ্তরের এক উচ্চাধিকারিক বলেন, চলতি আর্থিক বর্ষের শেষেই এই ব্লকচেন কেন্দ্র তৈরী হবে। আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও আলোচনা চালাচ্ছি কোয়ান্টাম কম্পিউটিঙের ওপর সেন্টার অফ এক্সসেলেন্স তৈরী করার জন্য।
এই মুহূর্তে সারা বিশ্বে একমাত্র ব্রাজিলে ব্লকচেন সংক্রান্ত প্রতিষ্ঠান আছে। কলকাতার এই ‘সেন্টার অফ এক্সেলেন্স’ সারা বিশ্বে দ্বিতীয়। রাজ্য সরকার বাংলাকে আধুনিক প্রযুক্তি হাবে পরিণত করতে ব্লকচেন প্রযুক্তি নিয়ে বিভিন্ন কাজ করছে।
আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রায় ৫০ শতাংশ ব্যাঙ্ক আগামী ২০২০ সালের মধ্যে এই প্রযুক্তি ব্যবহার করতে চলেছে। আর্থিক ছাড়া অন্যান্য ক্ষেত্রেও কয়েক বছরের মধ্যে প্রযুক্তি ব্যবহারের মধ্যে বিপুল পরিবর্তন আসতে চলেছে। ব্লকচেন প্রযুক্তি আগামী দিনে কর্মসংস্থানের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে চলেছে কারণ বিভিন্ন ক্ষেত্রে এই প্রযুক্তির চাহিদা তুঙ্গে।