ডিসেম্বর ৩০, ২০১৮
দুর্গাপুর ব্যারেজের সংস্কার করবে রাজ্য সরকার

৯০ কোটি টাকা ব্যয়ে দুর্গাপুর ব্যারেজের সংস্কার করবে রাজ্য সেচ ও জলপথ দপ্তর। দুর্গাপুর ও তার সংলগ্ন অঞ্চলের শিল্পাঞ্চল ও কৃষি কাজের জন্য এই বাঁধের জল মূল উৎস।
সেচমন্ত্রী বলেন, এই সংস্কারের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। এই ব্যারেজে মোট ৩৪টি লক গেট আছে এবং এই ব্যারেজের দৈর্ঘ্য ২২৭০ ফুট।
প্রাথমিক পর্যায়ে ১১টি লক গেট সংস্কার করা হবে। ক্রমান্বয়ে বাকি গেটগুলিও সংস্কার করা হবে। এই কাজের শেষে ব্যারেজের জলধারণ ক্ষমতা বাড়বে।